সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ২২:০৯
আজ রামগঞ্জ উপজেলার নারায়নপুর এলাকায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আহত আজিজুর রহমান বাচ্চু মোল্লাকে তার বাড়িতে দেখতে ও সমবেদনা জানাতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি এসব কথা বলেন- ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১ এপ্রিল, ২০২৫(বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী দিনগুলোতে  সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। বিএনপি অতীতে  কোন অত্যাচার-নির্যাতনের কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবেনা। 

আজ রামগঞ্জ উপজেলার নারায়নপুর এলাকায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আহত আজিজুর রহমান বাচ্চু মোল্লাকে তার বাড়িতে দেখতে ও সমবেদনা জানাতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভুলে যে ঐক্যের প্রতি  জোর দিয়েছেন। সে ঐক্য হতে হবে, ইস্পাত  সুদৃঢ় ঐক্য। সে ঐক্যকে ধারন করে আগামীতে যেভাবে আন্দোলন সংগ্রাম ও লড়াই করতে হয়েছে। আগামী দিনেও তা অব্যাহত রাখতে হবে। বিএনপি ক্ষমতার রাজনীতি করেনা। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, স্বৈরাচার পতনের যেসব দল এক সাথে আন্দোলন ও সংগ্রাম করছে তাদের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। তবে বিএনপি চায় সবার আগে  হাসিনার বিচার। গত ১৬ বছর হাসিনার অন্যায়ের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে, লড়াই করছে। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। ভবিষ্যতেও করবেনা।  

এ্যানি আরো বলেন, জুলাই আন্দোলনেও বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছে। কিন্তু এতো কিছুর পরেও এখনো হাসিনার বিচার শুরু হয়নি। বিচারের কথা বার বার বলা হচ্ছে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক ষড়যন্ত্র চলছে।  কোন ষড়যন্ত্রেই কাজ হবেনা। ঐক্যবদ্ধ থেকে সবাইকে তা মোকাবেলা করে সামেেন এগিয়ে যেতে হবে।

স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও তার বাবা আজিজুর রহমানসহ পরিবারের সদস্যদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।  কিন্তু সম্প্রতি আজিজুর রহমান বাচ্চু মোল্লার সাথে যে ধরনের ঘটনা হয়েছে, এটা কোনভাবে মেনে নেয়া যায়না। এটা কাম্য নয়। 

এসময় আরও  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা ও উপজেলা বিএপির নেতারা।

এ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা  বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা,সদর উপজেলা(পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নেতা মাহাবুবুর  রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
দেশের শীর্ষ ১০ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
১০