দেশের মানুষ একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে : আমির খসরু

বাসস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ২৩:০১
আমির খসরু মাহমুদ চৌধুরী আজ দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন- ছবি : বাসস

চট্টগ্রাম, ১ এপ্রিল ২০২৫ (বাসস) : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারা বাংলাদেশের মানুষ এবার একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। সত্যিকার অর্থে ঈদের যে আনন্দ সেটা তারা ফিরে পেয়েছে। সবাই উচ্ছ্বসিত ও আনন্দিত। একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সবাই তার অপেক্ষায় আছে।

ঈদের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঈদ উপলক্ষে নেতাকর্মী ও সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হয়।

তিনি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, লড়াই করেছি।

এ সময় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
দেশের শীর্ষ ১০ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
১০