নাটোরে মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৩:২২
নাটোরে মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলায় অতিথি হিসেবে কথা বলেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী। ছবি: বাসস

নাটোর, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : দেশের বিভিন্ন  পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল সাড়ে দশটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর সভাপতি মোঃ মিরন ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি (এটিইউ) এজেডএম নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক,  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম বারী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনি সূঁতোর মালায় গাঁথা প্লাটফর্ম ‘পুসান’ মেধাবীদের সংগঠিত করে মেধা বৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ আট বছরের পথচলায় শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সূক্ষ্ম চিন্তাধারা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশের কান্ডারী হিসেবে গড়ে উঠবে। সকল সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে আজকের শিক্ষার্থীরাই এগিয়ে নিয়ে যাবে দেশকে সমৃদ্ধির পথে। 

বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভর্ত্তিকৃত ২০০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়, জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।  

দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঈদযাত্রা যানজটমুক্ত করতে পশুবাহী গাড়ি মহাসড়কের বাম পাশ দিয়ে চলবে
তিন দশকেও আলোর মুখ দেখেনি খান জাহান আলী বিমানবন্দর
শহীদ আরমান মোল্লার পরিবারে অনুদানের টাকা প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি
আদর্শ পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে: দুদু
মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জায়গা উদ্ধার
সমর্থকরা পছন্দ করেন না এমন ব্যক্তিকে দলে নেওয়া ঠিক হবে না: নজরুল ইসলাম খান
পররাষ্ট্র সচিব নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান: তৌহিদ হোসেন
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত 
ডেঙ্গুতে আক্রান্ত আরো ৬৭ জন হাসপাতালে ভর্তি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
১০