কোনো নসিহত বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারবে না: অ্যাটর্নি জেনারেল

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৮:২৭
ছবি : বাসস

ঝিনাইদহ, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো নসিহত বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

আজ বুধবার ঝিনাইদহের শৈলকূপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ আগে তার আত্মীয় স্বজনদের দেশ ছাড়ার সিগনাল দিয়েছিল। দেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে বিপদে রেখে হাসিনা ও তার আত্নীয় স্বজনরা সবাই পালিয়ে গেছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। যতই ষড়যন্ত্র করুক,  ফ্যাসিবাদী খুনীদের বিচার আমরা করবোই। দিল্লিতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার করা থেকে পেছনে ফেরাতে পারবে না।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ভারতে বসে হাসিনা একেক সময় একেক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ আনাসের রক্তের ওপর দাঁড়িয়ে শপথ নিয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করবোই। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা তাদের বিচার করবোই। দিল্লি থেকে কোনো নসিহত বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী পুনর্মিলনী আয়োজনে কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০