কুমিল্লা (দক্ষিণ), ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতির কারনে ৮টি মামলায় মোট ২৭ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর দক্ষিণ মডেল থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা জেলা প্রশাসন, বিআরটিএ এবং হাইওয়ে পুলিশের যৌথ অভিযানকালে এ জরিমানা করা হয়।
অভিযানকালে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত, জেলায় বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. ফারুক আলম, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুল হক প্রমুখ অংশ নেন।
কুমিল্লা বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. ফারুক আলম জানান, সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদের ছুটি পর্যন্ত এ অভিযান চলবে।