নববর্ষের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পাকুন্দিয়ায় জারি গানের আয়োজন

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৮

কিশোরগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলা নববর্ষের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি গান। এ গানের আসরকে ঘিরে ছিল নানা বয়সী উৎসুক মানুষের ভিড় ।

সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ জারি গানের আসর বসে। আসরটিতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্যকে নাচ ও গানের মাধ্যমে তুলে ধরে উপজেলা কুড়তলা গ্রামের জারি গানের দল। এ জারি গানের আসরের আয়োজন করেছিল উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, বাংলা নববর্ষের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এ জারি গানের আয়োজন করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির মধ্যে বিনোদনের অন্যতম মাধ্যম জারি গান। তবে দিন দিন হারিয়ে যেতে বসেছে বিনোদনের এ মাধ্যমটি। হারিয়ে যেতে বসা এ মাধ্যমটিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন। এতে বর্তমান প্রজন্মের শিশু-কিশোররাও জারি গান সম্পর্কে জানতে পারবে।

জারি গানের বয়াতি মো. নজরুল ইসলাম বলেন, আমাদের এ অঞ্চলে আগে জারি গানই ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। প্রতি রাতেই কোন না কোন গ্রামে জারি গানের আসর বসত। সে আসরে হাজারো মানুষের ভিড় হতো। জারি গানের মাধ্যমেই গ্রামাঞ্চলের মানুষ বিনোদন পেত। এখন আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন এ বিনোদনের মাধ্যম জারি গান হারিয়ে যেতে বসেছে। এরপরও আমরা এ মাধ্যমটিকে টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০