নববর্ষের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পাকুন্দিয়ায় জারি গানের আয়োজন

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৮

কিশোরগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলা নববর্ষের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি গান। এ গানের আসরকে ঘিরে ছিল নানা বয়সী উৎসুক মানুষের ভিড় ।

সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ জারি গানের আসর বসে। আসরটিতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্যকে নাচ ও গানের মাধ্যমে তুলে ধরে উপজেলা কুড়তলা গ্রামের জারি গানের দল। এ জারি গানের আসরের আয়োজন করেছিল উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, বাংলা নববর্ষের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এ জারি গানের আয়োজন করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির মধ্যে বিনোদনের অন্যতম মাধ্যম জারি গান। তবে দিন দিন হারিয়ে যেতে বসেছে বিনোদনের এ মাধ্যমটি। হারিয়ে যেতে বসা এ মাধ্যমটিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন। এতে বর্তমান প্রজন্মের শিশু-কিশোররাও জারি গান সম্পর্কে জানতে পারবে।

জারি গানের বয়াতি মো. নজরুল ইসলাম বলেন, আমাদের এ অঞ্চলে আগে জারি গানই ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। প্রতি রাতেই কোন না কোন গ্রামে জারি গানের আসর বসত। সে আসরে হাজারো মানুষের ভিড় হতো। জারি গানের মাধ্যমেই গ্রামাঞ্চলের মানুষ বিনোদন পেত। এখন আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন এ বিনোদনের মাধ্যম জারি গান হারিয়ে যেতে বসেছে। এরপরও আমরা এ মাধ্যমটিকে টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্টোবরে মূল্যস্ফীতি ৮.১৭ শতাংশে নেমেছে
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
১০