কেরানীগঞ্জে নানারঙের আয়োজনে নববর্ষ বরণ

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৫১
ছবি : সংগৃহীত

কেরানীগঞ্জ, ১৫এপ্রিল, ২০২৫ (বাসস) : কেরানীগঞ্জে নানারঙের আয়োজনে নববর্ষ কে বরণ করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

পহেলা বৈশাখ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। এই র‌্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বর্ণিল ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোল আর বৈশাখী গান-বাজনায় মুখর ছিল গোটা এলাকা।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা পরিবেশন করেন নৃত্য, গান, ও আবৃত্তি। তাদের পরিবেশনায় উঠে আসে বাঙালির লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও বৈশাখী আমেজ।

এছাড়া দিনব্যাপী বিটি মাঠে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। মেলায় বসে গ্রামীণ সংস্কৃতির বাহারি পসরা। মেলায় ছিল হস্তশিল্প, মাটির পাত্র, বাঁশ ও কাঁসার তৈরি সামগ্রী, গ্রামীণ খাবারের স্টল, খেলাধুলা, পুতুল নাচসহ নানা ধরনের আয়োজন। বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। হাজার হাজার মানুষের অংশগ্রহণে উৎসবের মেলাপ্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

পহেলা বৈশাখকে ঘিরে কেরানীগঞ্জে সৃষ্টি হয়েছিল এক প্রাণবন্ত, আনন্দঘন ও বর্ণময় পরিবেশ। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব নতুন উদ্যমে সবাইকে একত্রিত করেছে, ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
১০