নাটোরে নতুন ভোটার বৃদ্ধির হার চার দশমিক সাতাত্তর শতাংশ

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৩:০৯ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:৪৭
নাটোর জেলা নির্বাচন কার্যালয়। ছবি: বাসস

নাটোর, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ভোটার বৃদ্ধির হার ৪.৭৭ শতাংশ। বাড়িতে যেয়ে ভোটার তথ্য সংগ্রহ এবং নিবন্ধন কার্যক্রম শেষে জেলা নির্বাচন অফিস এ তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকায় জেলার সাতটি উপজেলায় ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন ৭০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ৩১ হাজার ৩৪৯ জন, নারী ৩৯ হাজার ২৩৬ জন এবং তৃতীয় লিঙ্গ ১০ জন। জেলায় পুরুষ অপেক্ষা সাত হাজার ৮৮৭ জন নারী ভোটার বেশী।

জেলার বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজার ৫২৪ জন। এরমধ্যে মৃত্যুজনিত কারণে ৩১ হাজার ৮৩৪ ব্যক্তির নাম কর্তন করা হয়েছে এবং স্থানান্তরজনিত কারণে বাদ পড়েছেন চার হাজার ৪০ জন। অর্থাৎ কর্তন এবং অন্তর্ভুক্তি শেষে নতুন তালিকা অনুযায়ী জেলার ভোটার সংখ্যা হতে যাচ্ছে ১৫ লাখ ১৩ হাজার ২৪৫ জন। 

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে জেলার সাতটি উপজেলায় পর্যায়ক্রমে নিবন্ধন কার্যক্রম ৫ ফেব্রুয়ারি শুরু করে ১১ এপ্রিল শেষ হয়। এর আগে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব উপজেলায় একযোগে বাড়িতে বাড়িতে যেয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়।  

জেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম জানান,  সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কার্যক্রম সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল
সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজনের কারাদণ্ড 
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন
ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড
আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
কুড়িগ্রাম সীমান্তে সাত দিনে ২ কোটি টাকার পণ্য জব্দ
নাটোরে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ কাজ শেষ
ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
শ্যামনগরে অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি জব্দ
খুবিতে রিসার্চ প্রসেস এন্ড টুলস শীর্ষক কর্মশালা
১০