নাটোরে নতুন ভোটার বৃদ্ধির হার চার দশমিক সাতাত্তর শতাংশ

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৩:০৯ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:৪৭
নাটোর জেলা নির্বাচন কার্যালয়। ছবি: বাসস

নাটোর, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ভোটার বৃদ্ধির হার ৪.৭৭ শতাংশ। বাড়িতে যেয়ে ভোটার তথ্য সংগ্রহ এবং নিবন্ধন কার্যক্রম শেষে জেলা নির্বাচন অফিস এ তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকায় জেলার সাতটি উপজেলায় ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন ৭০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ৩১ হাজার ৩৪৯ জন, নারী ৩৯ হাজার ২৩৬ জন এবং তৃতীয় লিঙ্গ ১০ জন। জেলায় পুরুষ অপেক্ষা সাত হাজার ৮৮৭ জন নারী ভোটার বেশী।

জেলার বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজার ৫২৪ জন। এরমধ্যে মৃত্যুজনিত কারণে ৩১ হাজার ৮৩৪ ব্যক্তির নাম কর্তন করা হয়েছে এবং স্থানান্তরজনিত কারণে বাদ পড়েছেন চার হাজার ৪০ জন। অর্থাৎ কর্তন এবং অন্তর্ভুক্তি শেষে নতুন তালিকা অনুযায়ী জেলার ভোটার সংখ্যা হতে যাচ্ছে ১৫ লাখ ১৩ হাজার ২৪৫ জন। 

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে জেলার সাতটি উপজেলায় পর্যায়ক্রমে নিবন্ধন কার্যক্রম ৫ ফেব্রুয়ারি শুরু করে ১১ এপ্রিল শেষ হয়। এর আগে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব উপজেলায় একযোগে বাড়িতে বাড়িতে যেয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়।  

জেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম জানান,  সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কার্যক্রম সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০