বরগুনা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : বরগুনায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের প্রতি দেওয়া হয়েছে সচেতনতা বার্তা।
নিয়োগ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে জেলা পুলিশ। আগামীকাল ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রতারক চক্রে প্রতারণার ফাঁদে না জড়াতে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে করা হয়েছে প্রচার মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ।
জেলা পুলিশ সূত্র জানায়, যেকোনো পুলিশের নিয়োগে মানুষের মধ্যে একটি ধারণা থাকে, ঘুষ ছাড়া পুলিশের চাকরি হয় না। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় গোপনে সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্রের সদস্যরা। তারা পুলিশের চাকরি পাইয়ে দিতে শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রার্থী ও পরিবারের সদস্যদের থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এ বছর যাতে নতুন করে কোনো প্রতারক চক্রের প্রলোভনের ফাঁদে কেউ না জড়ায় সে লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ।
জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম জানিয়েছেন, বরগুনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে দুর্নীতি মুক্ত এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। নিয়োগের বিষয়ে যদি পুলিশ বিভাগের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরও জানান, কারো সঠিক শারীরিক যোগ্যতা, মানসিক দক্ষতা ও সঠিক পড়াশোনা থাকে তাহলে এমনিতে তাদের চাকরি হবে।