সিরাজগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২৫ ( বাসস): জেলায় ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বে গমনেচ্ছু যাত্রীদের অংশগ্রহণে আজ দিনব্যাপী হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের খান সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কামরুল হাসান পারভেজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রিয়াজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মহিউদ্দিন, ও জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।
কর্মশালার শুরুতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার।