সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৪:২৭
বিজিবির অভিযানে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভারত থেকে বাংলাদেশে পাচারকালে গতকাল সোমবার গভীর রাতে জেলার  সদর উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় বিজিবির অভিযানে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ করা হয়।  

বিজিবির উপস্থিতি টের পেয়ে ভোমরা সীমান্তে ডায়মন্ডের নাকফুল ফেলে পালিয়েছে চোরাচালানীরা। 

আজ মঙ্গলবার বেলা  সাড়ে ১১টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। 

বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকারের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার-২ ও সাব পিলার-৬ এস হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ভোমরা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এসময় একজন চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটটি বিজিবি তল্লাশি চালিয়ে ৯০টি ডায়মন্ডের নাকফুল জব্দ করে। যার বর্তমান বাজার মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা। 

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত ডায়মন্ডের অলংকার জেলার ট্রেজারী অফিসে জমা দেওয়াসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০