সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৪:২৭
বিজিবির অভিযানে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভারত থেকে বাংলাদেশে পাচারকালে গতকাল সোমবার গভীর রাতে জেলার  সদর উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় বিজিবির অভিযানে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ করা হয়।  

বিজিবির উপস্থিতি টের পেয়ে ভোমরা সীমান্তে ডায়মন্ডের নাকফুল ফেলে পালিয়েছে চোরাচালানীরা। 

আজ মঙ্গলবার বেলা  সাড়ে ১১টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। 

বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকারের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার-২ ও সাব পিলার-৬ এস হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ভোমরা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এসময় একজন চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটটি বিজিবি তল্লাশি চালিয়ে ৯০টি ডায়মন্ডের নাকফুল জব্দ করে। যার বর্তমান বাজার মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা। 

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত ডায়মন্ডের অলংকার জেলার ট্রেজারী অফিসে জমা দেওয়াসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
৫২ ঘণ্টা পর চবি’র ৯ শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
রুশ মহড়ায় তাৎক্ষণিক সামরিক হুমকি দেখছে না ন্যাটো
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ২ আসামি গ্রেফতার
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণ জরুরি : চসিক মেয়র
ঝটিকা মিছিলের প্রস্তুতি : রাজধানীতে গ্রেফতার আ.লীগের ১২ নেতাকর্মী কারাগারে
১০