চট্টগ্রাম নগরীর সিআরবিতে অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৭:১২

চট্টগ্রাম, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকার গোয়ালপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৬ লাখ টাকার মালামাল।
 
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, সিআরবির গোয়ালপাড়া এলাকায় ভোর ৫টা ৫০ মিনিটে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও  নন্দনকানন স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 
 
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকার মত এবং ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকাটিতে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতেন। ভোরে যখন আগুন লাগে অনেকে তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। পুড়ে যাওয়া ঘরে এসএসসি পরীক্ষার্থী ছিলেন; অগ্নিকাণ্ডে তাদের প্রবেশপত্র ও বই-খাতা পুড়ে গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্টোবরে মূল্যস্ফীতি ৮.১৭ শতাংশে নেমেছে
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
১০