চট্টগ্রাম নগরীর সিআরবিতে অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৭:১২

চট্টগ্রাম, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকার গোয়ালপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৬ লাখ টাকার মালামাল।
 
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, সিআরবির গোয়ালপাড়া এলাকায় ভোর ৫টা ৫০ মিনিটে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও  নন্দনকানন স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 
 
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকার মত এবং ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকাটিতে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতেন। ভোরে যখন আগুন লাগে অনেকে তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। পুড়ে যাওয়া ঘরে এসএসসি পরীক্ষার্থী ছিলেন; অগ্নিকাণ্ডে তাদের প্রবেশপত্র ও বই-খাতা পুড়ে গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের : মার্কিন গণমাধ্যম
পহেলা মে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ’
মালদ্বীপে ইসরাইলি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপে সহায়তার আশ্বাস আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন দেশের
অনলাইন জুয়া খেলা বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং কর্মীদের সুযোগ বাড়ানো হলো
ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু
প্রকল্প সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা শারমীন এস মুরশিদের
কাল ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
ইউক্রেন শান্তি আলোচনা ‘সহজ নয়’: ন্যাটো প্রধান রুটে
১০