রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৬:৩৮
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১ মে, ২০২৫ (বাসস): জেলার রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন৷ আশঙ্কাজনক অবস্থায় তাদের  জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ সকালে উপজেলার রূপসি কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। তাদের শ্বাসনালি পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

দগ্ধরা হলেন, কারখানার একাউন্টস অফিসার সাইফুল ইসলাম (২০), নিরাপত্তা কর্মী কবির হোসেন (৪৫) ও হান্নান (৫২)।

কারখানা কর্তৃপক্ষ জানায়, নাইট ডিউটি শেষে সকালে শ্রমিকরা চলে যাওয়ার পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে কারখানায় দায়িত্বে থাকা  একাউন্টস অফিসার ও নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। 

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বাসসকে বলেন, ‘রূপগঞ্জের গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শ্বাসনালিসহ শরীরের ৩৪ থেকে ৫৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’ 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, পহেলা মে শ্রমিক দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চচাপে গ্যাসের মিটার বিস্ফোরিত হয়ে কারখানা আগুন ধরে যায়। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১ 
বিশ্ব যুব দক্ষতা দিবস আজ
বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না : শাম্মি আক্তার
মরক্কোর ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
দুই স্ত্রীসহ লতিফ বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ 
দুই হাজার ড্রোনের প্রদর্শনীতে শেষ হলো ১৪ জুলাই উইমেন্স ডে
ঢাকা জেলা পরিষদের বাস্তবায়নাধীন ভবনের নথি গায়েব : দুদকের অভিযান
‘আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’
১০