শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম করা হবে : শিক্ষা সচিব

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ২২:৪৫
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। ছবি: বাসস

সুনামগঞ্জ, ০১ মে, ২০২৫ (বাসস) : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে সরকার কাজ করে যাচ্ছে। শ্রেণি কক্ষে শুধু স্মার্ট বোর্ড করলে হবে না। সরকার স্মার্ট ক্লাসরুম করবে। স্মার্ট ক্লাসরুম হলে শিক্ষকরা দূর থেকে অর্থাৎ লন্ডন থেকেও শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার দিরাইয়ে বাংলাদেশ ফিমেল একাডেমির মিলনায়তনে বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নেই নয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের সকলের অবস্থান থেকে কাজ করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিল চৌধুরী। এতে বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তপস শীল, দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, বাংলাদেশ ফিমেল একাডেমির ইংরেজি শিক্ষক ফাহমিদা জাফর।

এর আগে বাংলাদেশ ফিমেল একাডেমি ক্যাম্পাস ঘুরে দেখে প্রতিষ্ঠানটি প্রশংসা করেন সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০