জুলাই-এপ্রিলে আরএমজি রপ্তানি ৩২.৬৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১০ শতাংশ

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৮:২১
প্রতীকী ছবি

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস): চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি ৩২.৬৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ১০ শতাংশ প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ দেশ ভিত্তিক রপ্তানি তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যেখানে ১৬ দশমিক ২৫ বিলিয়ন ডলারের  পণ্য রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির ৪৯ দশমিক ৭৮ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ৬ দশমিক ২৩ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ১৯ দশমিক ০৯ শতাংশ। কানাডা এবং যুক্তরাজ্যও উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি হয়েছে  যার হার  যথাক্রমে ১ দশমিক ০৫ বিলিয়ন এবং ৩ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলার।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, ইইউ বাজারে ১০ দশমিক ৫৫ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৫ দশমিক ৭৫ শতাংশ, কানাডায় ১৩ দশমিক ৮৬ শতাংশ এবং যুক্তরাজ্যে ৩ দশমিক ৪১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।  

ইইউ বাজারের মধ্যে, জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক দেশ হিসেবে স্থান ধরে রেখেছে, যেখানে রপ্তানি হয়েছে ৪ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।

স্পেন এবং ফ্রান্স যথাক্রমে ২ দশমিক ৮৫ বিলিয়ন এবং ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে।

নেদারল্যান্ডস এবং সুইডেনের বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে, যথাক্রমে ২২ দশমিক ৯ শতাংশ ও ১৯ দশমিক ৬৭ শতাংশ।

অপ্রচলিত বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৬ দশমিক ২৫ শতাংশ, যার পরিমাণ ৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। এই বাজারে বাংলাদেশের রপ্তানির অংশীদারিত্ব ১৬ দশমিক ৭৯ শতাংশ।

জাপান, অস্ট্রেলিয়া ও ভারত অপ্রচলিত বাজারের মধ্যে গুরুত্বপূর্ণ ক্রেতা হিসেবে রয়েছে। এর মধ্যে ভারতীয় বাজারে প্রবৃদ্ধি ১৮ দশমিক ৮৫ শতাংশ এবং জাপানে ১০ দশমিক ৪১ শতাংশ।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিটওয়্যার খাতে ১০ দশমিক ৭৪ শতাংশ এবং ওভেন খাতে ৯ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বিজিএমইএ’র সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, ‘চলমান বৈশ্বিক বাণিজ্য সংঘাত বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করছে। অপ্রচলিত বাজারে আরও গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কদমতলীতে যুবক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
বাংলাদেশের উন্নয়ন ও মানবিক প্রচেষ্টায় জার্মানীর সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
খুলনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে সেমিনার
জাতির ক্রান্তিকালে স্বেচ্ছাশ্রমের স্বীকৃতি পেলেন নাটোরের ৪৩২ স্কাউট
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রিজভীর
নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
খুলনায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুরে একনালা বন্দুক ও গুলি উদ্ধার
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
নেপালের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
১০