লক্ষ্মীপুরে বিভিন্ন খালের দু-পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৪:৩৪
জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরের বিভিন্ন খালের দু-পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২১ মে, ২০২৫ (বাসস) : জলাবদ্ধতা নিরসনে জেলার বিভিন্ন খালের দু-পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। 

আজ বুধবার সকাল থেকে সদর উপজেলার ছাগলছিড়া ও জকসিন-পোদ্দার বাজার খালের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অভি দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এসব অভিযান শুরু করে। এসময় উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। অভিযান চলবে বিকেল পর্যন্ত। প্রথম দিনেই প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযোগ রয়েছে,দীর্ঘদিন ধরে জেলার বেশিরভাগ খালের দু-পাড়ে কয়েক হাজার অবৈধভাবে দখল করে বহুতলভবন ও স্থাপনা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি খালের মাঝখানে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এসব কারণে পানির প্রভাব বিঘ্নিত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টি হলে পৌরশহরসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়তে হয় এসব এলাকার মানুষকে।

নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা নিরসন ও খালের দু-পাড়ে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ ও স্থাপনা তৈরি করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। প্রত্যেক অবৈধ দখলদার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এই অভিযান অব্যাহত রাখা হবে। খালের দু-পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে পানি প্রবাহে আর বাধা হবে না। পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি হবেনা বলে আশা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত 
ডেঙ্গুতে আক্রান্ত আরো ৬৭ জন হাসপাতালে ভর্তি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সুফল প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৪ হাজার হেক্টর পুনঃবনায়ন, বাড়ছে জীববৈচিত্র্য : পরিবেশ উপদেষ্টা
দিনাজপুরে বজ্রপাতে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
নাইম-সাইফের হাফ-সেঞ্চুরির সাথে প্রথম দিন বৃষ্টির দাপট
সিঙ্গাপুরের নতুন মন্ত্রিসভা ঘোষণা
র‌্যাংকিংয়ে তানজিদের বড় লাফ
৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পেছাল: নতুন তারিখ ১৯ সেপ্টেম্বর
বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখক বানু মুশতাক
১০