লক্ষ্মীপুরে বিভিন্ন খালের দু-পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৪:৩৪
জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরের বিভিন্ন খালের দু-পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২১ মে, ২০২৫ (বাসস) : জলাবদ্ধতা নিরসনে জেলার বিভিন্ন খালের দু-পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। 

আজ বুধবার সকাল থেকে সদর উপজেলার ছাগলছিড়া ও জকসিন-পোদ্দার বাজার খালের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অভি দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এসব অভিযান শুরু করে। এসময় উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। অভিযান চলবে বিকেল পর্যন্ত। প্রথম দিনেই প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযোগ রয়েছে,দীর্ঘদিন ধরে জেলার বেশিরভাগ খালের দু-পাড়ে কয়েক হাজার অবৈধভাবে দখল করে বহুতলভবন ও স্থাপনা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি খালের মাঝখানে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এসব কারণে পানির প্রভাব বিঘ্নিত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টি হলে পৌরশহরসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়তে হয় এসব এলাকার মানুষকে।

নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা নিরসন ও খালের দু-পাড়ে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ ও স্থাপনা তৈরি করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। প্রত্যেক অবৈধ দখলদার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এই অভিযান অব্যাহত রাখা হবে। খালের দু-পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে পানি প্রবাহে আর বাধা হবে না। পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি হবেনা বলে আশা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত
নওগাঁয় লটারির মাধ্যমে ওএমএস এর ডিলার নিয়োগ
আদালত চলাকালীন অসুস্থ হয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর মৃত্যু
নড়াইলে আনসার-ভিডিপি’র অ্যাডভান্সড কোর্সের সমাপনী
মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও সভা
হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড
জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
ইসি’র শুনানিতে বাগেরহাটে সংসদীয় আসন বহাল রাখার দাবি এলাকাবাসীর
ইউরোপীয় শক্তির সঙ্গে ইরানের পরমাণু আলোচনা হবে জেনেভায় 
ঢাকা ও নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১০