বরিশালে বকনা বাছুরের ওজন কম ও রুগ্ণ হওয়ায় বিতরণ না করে ফেরত

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৮:৫৭
বরিশালে বকনা বাছুরের ওজন কম ও রুগ্ণ হওয়ায় বিতরণ না করে ফেরত। ছবি: বাসস

বরিশাল, ২১ মে, ২০২৫ (বাসস): বরিশালে প্রান্তিক জেলেদের মধ্যে বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

উপজেলার সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার গৌরনদী উপজেলায় জেলেদের মধ্যে বিতরণের জন্য আনা হয় ৬৫টি বকনা বাছুর। প্রায় সবগুলো ওজনে কম ও রুগ্ণ ছিল। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বকনা বাছুর বিতরণকালে এই ঘটনাটি চোখে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের। অবশেষে বাছুরগুলো ফেরত পাঠানো হয়।  

দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদী উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ৬৫ মৎস্যজীবীদের মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য আনা হয়েছিল। 

সূত্রটি আরো জানায়, দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর। সিমেন্স এলাইন্স বিডি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ধীরেন্দ্র নাথ গৌরনদী উপজেলার ৬৫ জন সুবিধাভোগীর মধ্যে বাছুর সরবরাহের কাজ পান।

এ বিষয়ে প্রান্তিক জেলেরা জানান, বছরের পর বছর ধরে ছাগল ও বাছুর বিতরণে নানাভাবে অনিয়ম করা হচ্ছে। শুধু ওজনে কম দেওয়াই নয়, রোগাক্রান্ত পশু বিতরণ করা হতো। কেউ এর প্রতিবাদ করলে তাদের নানাভাবে হেনস্তা করা হতো।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, সুবিধাভোগীদের মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি দেখতে পান বকনা বাছুরগুলো রুগ্ণ ও খুবই কম ওজনের। তাই ইউএনও বিতরণ বন্ধ করে বাছুরগুলো আজ তা ফেরত পাঠিয়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০