বরিশালে বকনা বাছুরের ওজন কম ও রুগ্ণ হওয়ায় বিতরণ না করে ফেরত

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৮:৫৭
বরিশালে বকনা বাছুরের ওজন কম ও রুগ্ণ হওয়ায় বিতরণ না করে ফেরত। ছবি: বাসস

বরিশাল, ২১ মে, ২০২৫ (বাসস): বরিশালে প্রান্তিক জেলেদের মধ্যে বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

উপজেলার সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার গৌরনদী উপজেলায় জেলেদের মধ্যে বিতরণের জন্য আনা হয় ৬৫টি বকনা বাছুর। প্রায় সবগুলো ওজনে কম ও রুগ্ণ ছিল। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বকনা বাছুর বিতরণকালে এই ঘটনাটি চোখে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের। অবশেষে বাছুরগুলো ফেরত পাঠানো হয়।  

দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদী উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ৬৫ মৎস্যজীবীদের মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য আনা হয়েছিল। 

সূত্রটি আরো জানায়, দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর। সিমেন্স এলাইন্স বিডি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ধীরেন্দ্র নাথ গৌরনদী উপজেলার ৬৫ জন সুবিধাভোগীর মধ্যে বাছুর সরবরাহের কাজ পান।

এ বিষয়ে প্রান্তিক জেলেরা জানান, বছরের পর বছর ধরে ছাগল ও বাছুর বিতরণে নানাভাবে অনিয়ম করা হচ্ছে। শুধু ওজনে কম দেওয়াই নয়, রোগাক্রান্ত পশু বিতরণ করা হতো। কেউ এর প্রতিবাদ করলে তাদের নানাভাবে হেনস্তা করা হতো।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, সুবিধাভোগীদের মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি দেখতে পান বকনা বাছুরগুলো রুগ্ণ ও খুবই কম ওজনের। তাই ইউএনও বিতরণ বন্ধ করে বাছুরগুলো আজ তা ফেরত পাঠিয়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি স্থগিত
আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
কুয়াকাটা ও পায়রা বন্দরকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে পদক্ষেপ নিবে বিএনপি : মোশাররফ
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভারতের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ
মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘সার্বভৌমত্বের’ প্রতি সম্মান জানানো উচিত : ম্যাঁখাে
ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, সমসাময়িক শত্রুর প্রতি সতর্কবার্তা
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার
১০