কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১১:৪২
ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২ জুন, ২০২৫ (বাসস) :  জেলার নির্মাণাধীন একটি বাড়ির পাশে খনন করে রাখা গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১ জুন) সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কদমতলা এলাকার বাসিন্দা মমিন মিয়ার চার বছর বয়সী পুত্র ওবায়দুল্লাহ ও জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের প্রবাসী মকবুল হোসেনের পাঁচ বছর বয়সী পুত্র মাহাদ হোসেন। নিহত দুই শিশু সম্পর্কে আপন মামাতো ও ফুফাতো ভাই।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাহাদ হোসেনকে নিয়ে তার মা বাবার বাড়িতে বেড়াতে আসে। 

গতকাল রোববার দুপুরের দিকে ওবায়দুল্লাহ ও তার ফুফাতো ভাই মাহাদ হোসেন বাড়ির পাশে একসাথে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পরে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক  খোঁজাখুঁজির পর বাড়ির পাশে নির্মাণাধীন একটি বাড়ির খননকৃত গর্তে তাদের ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, স্বপন নামে এক ব্যক্তি সম্প্রতি নতুন বাড়ি নির্মাণের উদ্দেশ্যে ওই এলাকায় জায়গা কিনে নির্মাণ কাজ শুরু করেন। কোনো সেফটি ছাড়াই খোলামেলা পরিবেশে চলে বাড়ি নির্মাণ কাজ। গর্তটি গভীর এবং খোলামেলা অবস্থায় পড়ে ছিল। কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে গর্তটি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু কোনো ধরনের নিরাপত্তামূলক বেড়া, সতর্কতামূলক চিহ্নের ব্যবস্থা করেনি সে। এলাকাবাসী নির্মাণাধীন স্থানে কোনো সতর্কতা না রাখায় দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এদিকে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু ওবায়দুল্লাহর চাচা ও মাহাদ হোসেনের মামা বলেন, এতো বড় গর্ত করার পরেও কোনো ধরনের নিরাপত্তা না নেওয়া ছিল চরম দায়িত্বজ্ঞানহীনতা। যদি কাজের স্থানে নিরাপত্তাবেষ্টনী থাকত, তাহলে হয়ত আমাদের সন্তান বেঁচে থাকত।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০