আখাউড়ায় বেড়েছে হাওড়া নদীর পানি,পানিবন্দী প্রায় ৪’শ পরিবার

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৪:০৪
ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২ জুন, ২০২৫ (বাসস) : ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে জেলার আখাউড়ার হাওড়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ৯৪ সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

গতকাল রোববার রাত থেকে নতুন করে আখাউড়া উপজেলার ৩টি ইউনিয়নের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে ১৮ টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে হাওড়া নদীর কর্নেল বাজার অংশের বাঁধ।

জানা যায়, রোববার সকাল থেকে আখাউড়া উত্তর, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে থাকে। এতে করে সীমান্তবর্তী কালিকাপুর, বঙ্গেরচর, ইটনা, বাউতলা, কেন্দুয়াই ও আবদুল্লাহপুরসহ অন্তত ১৮টি গ্রাম প্লাবিত হয়। 

এছাড়া মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় হাওড়া নদীর বাঁধটি ভাঙন ঝুঁকিতে পড়েছে। ভারত থেকে আসা ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে হাওড়া নদীর পানিও বাড়ছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম জানান, দুর্গতদের জন্য ১১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আরও ত্রাণ সহায়তা প্রস্তুত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০