আখাউড়ায় বেড়েছে হাওড়া নদীর পানি,পানিবন্দী প্রায় ৪’শ পরিবার

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৪:০৪
ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২ জুন, ২০২৫ (বাসস) : ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে জেলার আখাউড়ার হাওড়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ৯৪ সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

গতকাল রোববার রাত থেকে নতুন করে আখাউড়া উপজেলার ৩টি ইউনিয়নের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে ১৮ টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে হাওড়া নদীর কর্নেল বাজার অংশের বাঁধ।

জানা যায়, রোববার সকাল থেকে আখাউড়া উত্তর, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে থাকে। এতে করে সীমান্তবর্তী কালিকাপুর, বঙ্গেরচর, ইটনা, বাউতলা, কেন্দুয়াই ও আবদুল্লাহপুরসহ অন্তত ১৮টি গ্রাম প্লাবিত হয়। 

এছাড়া মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় হাওড়া নদীর বাঁধটি ভাঙন ঝুঁকিতে পড়েছে। ভারত থেকে আসা ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে হাওড়া নদীর পানিও বাড়ছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম জানান, দুর্গতদের জন্য ১১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আরও ত্রাণ সহায়তা প্রস্তুত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০