আখাউড়ায় বেড়েছে হাওড়া নদীর পানি,পানিবন্দী প্রায় ৪’শ পরিবার

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৪:০৪
ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২ জুন, ২০২৫ (বাসস) : ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে জেলার আখাউড়ার হাওড়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ৯৪ সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

গতকাল রোববার রাত থেকে নতুন করে আখাউড়া উপজেলার ৩টি ইউনিয়নের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে ১৮ টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে হাওড়া নদীর কর্নেল বাজার অংশের বাঁধ।

জানা যায়, রোববার সকাল থেকে আখাউড়া উত্তর, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে থাকে। এতে করে সীমান্তবর্তী কালিকাপুর, বঙ্গেরচর, ইটনা, বাউতলা, কেন্দুয়াই ও আবদুল্লাহপুরসহ অন্তত ১৮টি গ্রাম প্লাবিত হয়। 

এছাড়া মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় হাওড়া নদীর বাঁধটি ভাঙন ঝুঁকিতে পড়েছে। ভারত থেকে আসা ঢলের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে হাওড়া নদীর পানিও বাড়ছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম জানান, দুর্গতদের জন্য ১১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আরও ত্রাণ সহায়তা প্রস্তুত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় এবার ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা  
প্রকৌশল পেশাজীবীদের দাবি পূরণে ভিসি-অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল বৈঠক
স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনে সরকার কাজ করছে : এলজিআরডি উপদেষ্টা
৩ মামলা থেকে অব্যাহতি পেলেন চসিক মেয়র 
আমরা আশা করছি দ্রুত সময়ে মধ্যে ন্যায়বিচার পাবো : নাহিদ ইসলাম
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ১২দফা নির্দেশনা
বছরে ১ বিলিয়ন ডলার ক্ষতি রোধে জলবায়ু অর্থায়নে নতুন কৌশল সরকারের
তাপদাহ জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য হুমকি-পরিবেশ উপদেষ্টা
ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল
১০