চাঁদপুরে বসতঘর থেকে বিজিএফের চাল উদ্ধার, ইউপি সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৪:৩১
ছবি : বাসস

চাঁদপুর, ২ জুন, ২০২৫( বাসস) : জেলার শাহরাস্তি উপজেলায় ইউপি সদস্যদের বসতঘর থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল উদ্ধার করেছে প্রশাসন। 

গতকাল রোববার দিনগত রাত দেড়টার দিকে উপজেলা প্রশাসন ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় ইউপি সদস্য মো. হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড ইউপি সদস্য।

আজ সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীদের সাথে আলাপ করে জানাগেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৬ বস্তা আতপ চাল স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন কবির নিজ বাড়ির বসতঘরে মজুদ করেন। বিষয়টি ওই এলাকার লোকদের নজরে এলে তারা ইউএনওকে অবহিত করেন। তাৎক্ষণিক ইউএনও ঘটনাস্থলে গিয়ে চাল মজুদের সত্যতা পান এবং অভিযুক্তকে গ্রেফতার করে মামলা রুজুর নির্দেশ দেন।

এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সবুজ বলেন, চালগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভিজিএফের চাল বাড়িতে মজুদ রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় এবার ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা  
প্রকৌশল পেশাজীবীদের দাবি পূরণে ভিসি-অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল বৈঠক
স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনে সরকার কাজ করছে : এলজিআরডি উপদেষ্টা
৩ মামলা থেকে অব্যাহতি পেলেন চসিক মেয়র 
আমরা আশা করছি দ্রুত সময়ে মধ্যে ন্যায়বিচার পাবো : নাহিদ ইসলাম
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ১২দফা নির্দেশনা
বছরে ১ বিলিয়ন ডলার ক্ষতি রোধে জলবায়ু অর্থায়নে নতুন কৌশল সরকারের
তাপদাহ জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য হুমকি-পরিবেশ উপদেষ্টা
ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল
১০