১০দিন বন্ধ থাকবে হিলিস্থল বন্দরের কার্যক্রম 

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৬:৪৯ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৭:২০
১০দিন বন্ধ থাকবে হিলিস্থল বন্দরের কার্যক্রম । ছবি : বাসস

দিনাজপুর, ২ জুন,২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর হিলিস্থল বন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরে অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ১০দিন থাকবে।

তবে স্বাভাবিক থাকবে দিনাজপুর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

আজ সোমবার দুপুর দু'টায় দিনাজপুর  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের সাথে আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে ১৪ জুন শনিবার পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম। আগামী ১৫ জুন রোববার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু করা হবে।

দিনাজপুর হিলি ইমিগ্রেশন ওসি পরিদর্শক মোঃ  আরিফুল ইসলাম বলেন, ‘‘কোরবানির ঈদ উপলক্ষে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এজন্য হিলি স্থল বন্দরে পুলিশ এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারা ঈদের ছুটির মধ্যেও বিশেষ দায়িত্বে নিয়োজিত থেকে যাত্রী পারাপার কার্যক্রমে সব ধরনের ব্যবস্থায় নিয়ে যেতে থাকবেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০