চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬ জন গ্রেফতার 

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৭:১০ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৭:১৯

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস): চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- গলাচিপা উপজেলা শাখা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ওয়ানা মারজিয়া নিতু (৪৬), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আব্দুস সালাম (৫৭), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ (৭০), দাউদকান্দি উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নাসির আহমেদ (৬০),  লালবাগ থানা শাখা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. নুরুল হক (৬২) ও মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট শাখা আওয়ামী লীগের সেক্রেটারি মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪)।

ডিবি সূত্রে জানায়, সোমবার রাত আনুমানিক দেড়টায় রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকা থেকে ওয়ানা মারজিয়া নিতুকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-সাইবার বিভাগের একটি দল রাত আনুমানিক সাড়ে ১২টায় উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালামকে গ্রেফতার করে।

আজ সকাল আনুমানিক সোয়া ৮টায় শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিন আহমেদকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। 

এছাড়া গতকাল রোববার রাত ৯টায় লালবাগ থেকে মো. নুরুল হককে, রাত সাড়ে ১০টায় পল্লবী এলাকা হতে মো. নাসির আহমেদকে এবং রাত ১১টা ৪৫ মিনিটে ওয়ারী এলাকা হতে মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০