কুষ্টিয়ায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করছে জাপান

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৭:৩৭ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৭:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) :  গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিএইচএসপি)-এর মাধ্যমে কুষ্টিয়া জেলায় একটি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনে সহায়তা করছে জাপান সরকার।

এই প্রকল্পটি চিকিৎসা বর্জ্যের কারণে সৃষ্ট সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের পাশাপাশি কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জীবনযাত্রা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‘প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা প্রকল্পটি বাস্তবায়নে করবে। এই প্রকল্পটি বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনের সঙ্গে জড়িত প্রায় ২৪৫ ব্যক্তি ও কুষ্টিয়া পৌরসভার ১৯ লক্ষ ৪০ হাজার বাসিন্দার স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নত করবে।

জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সোমবার জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজু ও সেকেন্ড সেক্রেটারি মাকিগুচি ইয়াসুয়ুকি কুষ্টিয়া জেলা সফর করেছেন।

কারাসাওয়া বলেন, আমি আশা করি, এই কেন্দ্রটি বর্জ্য সংগ্রহের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং বাসিন্দাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নত করতে অবদান রাখবে।

জাপান ১৯৮৯ সাল থেকে জিজিএইচএসপি’র মাধ্যমে ২২১টি এনজিও প্রকল্পে সহায়তা করেছে, যার লক্ষ্য তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানবিক নিরাপত্তা বৃদ্ধি করা। এই জিজিএইচএসপি অনুদানের পরিমাণ প্রায় ১৭ কোট ৫০ লাখ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০