কুষ্টিয়ায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করছে জাপান

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৭:৩৭ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৭:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) :  গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিএইচএসপি)-এর মাধ্যমে কুষ্টিয়া জেলায় একটি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনে সহায়তা করছে জাপান সরকার।

এই প্রকল্পটি চিকিৎসা বর্জ্যের কারণে সৃষ্ট সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের পাশাপাশি কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জীবনযাত্রা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‘প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা প্রকল্পটি বাস্তবায়নে করবে। এই প্রকল্পটি বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনের সঙ্গে জড়িত প্রায় ২৪৫ ব্যক্তি ও কুষ্টিয়া পৌরসভার ১৯ লক্ষ ৪০ হাজার বাসিন্দার স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নত করবে।

জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সোমবার জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজু ও সেকেন্ড সেক্রেটারি মাকিগুচি ইয়াসুয়ুকি কুষ্টিয়া জেলা সফর করেছেন।

কারাসাওয়া বলেন, আমি আশা করি, এই কেন্দ্রটি বর্জ্য সংগ্রহের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং বাসিন্দাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নত করতে অবদান রাখবে।

জাপান ১৯৮৯ সাল থেকে জিজিএইচএসপি’র মাধ্যমে ২২১টি এনজিও প্রকল্পে সহায়তা করেছে, যার লক্ষ্য তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানবিক নিরাপত্তা বৃদ্ধি করা। এই জিজিএইচএসপি অনুদানের পরিমাণ প্রায় ১৭ কোট ৫০ লাখ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০