আসিয়ানের সদস্যপদ দেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনায় রাখার আহবান মালয়েশিয়ার

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৫:৪৫
মালয়েশিয়ার উপমন্ত্রী লিউ চিন টং শুক্রবার কুয়ালালামপুরে বাংলাদেশের এনডিসি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেন এবং আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ বিবেচনা করার আহ্বান জানান। ছবি: বাসস

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস): মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী লিউ চিন টং দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সংগঠন (আসিয়ান) কে বাংলাদেশের সদস্যপদ গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং অঞ্চলটির কৌশলগত গুরুত্বও বাড়ছে।

শুক্রবার কুয়ালালামপুরে মেজর জেনারেল মো. মোশফেকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে আসা প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন ‘আমি বিশ্বাস করি এটি একটি দুর্দান্ত আইডিয়া, যা আসিয়ানের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।’

লিউ তার অফিসিয়াল ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘টোকিওতে নিক্কেইয়ের বার্ষিক ফিউচার অফ এশিয়া সম্মেলনের মূল বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসিয়ানে যোগদানের জন্য আবারও তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।’ লেখাটি আজ কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে।

উপমন্ত্রী আশা করেন, আগামী দিনে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে আরও বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক তৈরী হবে।

তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ, শুধুমাত্র এখানে লাখ লাখ বাংলাদেশির কাজ করার কারণে নয়, বরং বিশ্বের অষ্টম বৃহত্তম জনবহুল দেশের অর্থনৈতিক সম্ভাবনার কারণে।

উপমন্ত্রী প্রতিনিধিদলকে জানান, তিনি জুনের শেষে বাংলাদেশ সফর করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০