আসিয়ানের সদস্যপদ দেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনায় রাখার আহবান মালয়েশিয়ার

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৫:৪৫
মালয়েশিয়ার উপমন্ত্রী লিউ চিন টং শুক্রবার কুয়ালালামপুরে বাংলাদেশের এনডিসি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেন এবং আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ বিবেচনা করার আহ্বান জানান। ছবি: বাসস

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস): মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী লিউ চিন টং দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সংগঠন (আসিয়ান) কে বাংলাদেশের সদস্যপদ গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং অঞ্চলটির কৌশলগত গুরুত্বও বাড়ছে।

শুক্রবার কুয়ালালামপুরে মেজর জেনারেল মো. মোশফেকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে আসা প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন ‘আমি বিশ্বাস করি এটি একটি দুর্দান্ত আইডিয়া, যা আসিয়ানের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।’

লিউ তার অফিসিয়াল ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘টোকিওতে নিক্কেইয়ের বার্ষিক ফিউচার অফ এশিয়া সম্মেলনের মূল বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসিয়ানে যোগদানের জন্য আবারও তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।’ লেখাটি আজ কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে।

উপমন্ত্রী আশা করেন, আগামী দিনে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে আরও বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক তৈরী হবে।

তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ, শুধুমাত্র এখানে লাখ লাখ বাংলাদেশির কাজ করার কারণে নয়, বরং বিশ্বের অষ্টম বৃহত্তম জনবহুল দেশের অর্থনৈতিক সম্ভাবনার কারণে।

উপমন্ত্রী প্রতিনিধিদলকে জানান, তিনি জুনের শেষে বাংলাদেশ সফর করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাফলংয়ে ডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দু’জন গ্রেপ্তার
তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ
কিশোরগঞ্জে ব্ল্যাক কুইন তরমুজ চাষে তরুণ কৃষকের সাফল্য
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
কিশোরগঞ্জে ব্ল্যাক কুইন তরমুজ চাষে তরুণ কৃষকের সাফল্য
ইসরাইলি হামলার পর মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে পাশে থাকার আহ্বান রুবিওর
ফরিদপুর-৪ আসনকে ভাগ করে দু’টি আসন করার দাবিতে হাইকোর্টে রিট
রংপুরে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
ভেনিজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩
১০