নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৬:৩৫

নওগাঁ, ৩ জুন, ২০২৫ (বাসস) : জেলার ধামইরহাট উপজেলায় আজ বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশীদ চৌধুরী জেলার ধামইরহাট উপজেলার বিহারীনগর এলাকার মৃত হবিবুর রহমান চৌধুরীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে আব্দুর রশীদ চৌধুরী বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে তিনি ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন এবং  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটির চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন । 

ট্রাক চাপায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফ্রিকার ৬ দেশে রয়েছে রুশ সেনা উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
সুনামগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন
জাকির-দিশানের হাফ-সেঞ্চুরিতে এগিয়ে সিলেট
নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫.২ শতাংশ বৃদ্ধি
দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু 
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সিলেট নগরীতে মিষ্টি বিতরণ
ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র অনলাইনে ডাউনলোড করা যাবে
ইমিগ্রেশন প্রতিনিধি ও নথি যাচাইয়ের আহ্বান কানাডার
তাইবুরের আক্ষেপের দিন লিড নিল রাজশাহী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
১০