চট্টগ্রামে গার্মেন্টস কারখানা থেকে চুরি হওয়া ১২৩ রোল কাপড়সহ গ্রেফতার ৫

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৮:৫১

চট্টগ্রাম, ৩ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ণা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা থেকে চুরি হওয়া ১২৩ রোল নিট কাপড়সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৮৩ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলো-মো. মহিউদ্দিন রাকিব (২৬), মো. বিল্লাল হোসেন (৩৪), মো. হাসান (৩২), মো. মোরশেদ আলম (২৬) ও আবু রায়হান (৩৯)।

মঙ্গলবার (৩ জুন) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে বায়েজিদ থানাধীন এলাকার একটি পোশাক কারখানা ও নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব কাপড় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ মে হাটহাজারী রোডের শাহনূর মার্কেটে পূর্ণা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা থেকে কারখানার কর্মচারীদের সহায়তায় চায়না থেকে আমদানি করা ১২৩ রোল নিট কাপড় কাভার্ডভ্যানের মাধ্যমে চুরি করে নিয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে নগরীর আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন রাকিবকে গ্রেফতার করে পুলিশ, পরে তার দেওয়া তথ্যমতে নগরীর পিলখানা এলাকা থেকে বিল্লাল হেসেন, বায়েজিদ এলাকার বিডি জুট ফ্যাশন লিমিটেড নামের কারখানার সামনে থেকে অভিযুক্ত হাসান ও কারখানাটির গুদাম থেকে অপর দুই আসামি মোরশেদ আলম ও আবু রায়হানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ এলাকার বিডি জুট ফ্যাশন লিমিটেডের গোডাউন থেকে থেকে ৬৪ রোল নিট কাপড় এবং নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন উকিপাড়ার একটি মার্কেটের ভেতর মোহাম্মদ ট্রেডার্স নামে একটি গোডাউন থেকে আরও ৫৯ রোল নিট কাপড় উদ্ধার করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০