বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান ধর্ম উপদেষ্টার

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৯:০৪
ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য হজ প্রতিনিধি দলের সদস্যসহ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার রাতে মক্কায় বাংলাদেশ হজ অফিসের সম্মেলন কক্ষে হজ প্রতিনিধিদল, ২০২৫ এর সঙ্গে এক বিশেষ সভায় তিনি বলেন, ‘চিকিৎসা কর্মীসহ চিকিৎসা সেবা দলগুলোকে বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে।’

তিনি আরো বলেন, মক্কা থেকে মিনায় যাওয়ার পরপরই হজের দিনগুলোতে মিনা ও আরাফাতে খাবার ও থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সভায় মক্কা থেকে মিনা ও আরাফাত ময়দানে হজযাত্রীদের ভ্রমণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অন্যান্যের মধ্যে, ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ প্রতিনিধি দলের সদস্য, প্রশাসনের টিম লিডার, হজের কাউন্সিলর, মেডিকেল টিম লিডার, আইটি টিম লিডার ও সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

এ বছর ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে বা বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় সৌদি আরবে মোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবস্থাপনা দলের সদস্যসহ প্রায় ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী ২২৪টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বলেন, মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইট পরিচালনা করে ৪২ হাজার ৪০৪ জন হজযাত্রী বহন করেছে, সৌদি এয়ারলাইন্স ৮৩টি ফ্লাইট পরিচালনা করে ৩১ হাজার ৬৭৬ জন হজযাত্রী বহন করেছে ও রিয়াদ-ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী পরিবহণ করেছে।

হজ অফিসের পরিচালক আরো বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায়, ঢাকায় সৌদি দূতাবাস বাংলাদেশি হজযাত্রীদের পাসপোর্টের বিপরীতে সকল ভিসা প্রদান করেছে।

২৯ এপ্রিল ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

ফিরতি হজ ফ্লাইট ১০ জুন শুরু হয়ে জুলাই পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফ্রিকার ৬ দেশে রয়েছে রুশ সেনা উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
সুনামগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন
জাকির-দিশানের হাফ-সেঞ্চুরিতে এগিয়ে সিলেট
নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫.২ শতাংশ বৃদ্ধি
দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু 
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সিলেট নগরীতে মিষ্টি বিতরণ
ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র অনলাইনে ডাউনলোড করা যাবে
ইমিগ্রেশন প্রতিনিধি ও নথি যাচাইয়ের আহ্বান কানাডার
তাইবুরের আক্ষেপের দিন লিড নিল রাজশাহী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
১০