দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনায় ঈদ উদযাপন করলেন বাবর

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৯:৪০
নেত্রকোনার বাড়িতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। ছবি: বাসস

নেত্রকোনা, ৭ জুন, ২০২৫ (বাসস) : এ বছর নিজ জেলা নেত্রকোনার বাড়িতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর।

তাঁর ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর আগমনে নিজ জেলা, সংসদীয় আসন এবং নিজ গ্রাম ভাদেরায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মির্জা হায়দার আরো জানান, গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এরপর আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে আজই ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ১৭ বছর কারাভোগের পর এবার তিনি গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করছেন। এই খবরে মদনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

উল্লেখ্য, ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান বাবর। এরপর ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে দুবাইয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি আরব যান তিনি। প্রায় তিন সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরে ২৩ ফেব্রুয়ারি নিজ জেলায় যান। সেখানে নিজের গ্রামের বাড়িতে তিনদিন অবস্থান করেন। সে সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলায় দুটি মৃত্যুদণ্ড ও একটি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আপিল শুনানিতে তিনি খালাস পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্টোবরে মূল্যস্ফীতি ৮.১৭ শতাংশে নেমেছে
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
১০