জুলাই শহীদ শ্রাবণের নামে ‘ক্রিকেটার স্ট্যান্ড’, মিললো স্বপ্নের স্বীকৃতি

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১১:৩০

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে জুলাই অভ্যুত্থানে শহীদ শ্রাবণের নামে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ ঘোষণা দিয়েছেন।

আসিফ মাহমুদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ‘শহীদ ক্রিকেটার শ্রাবণ স্ট্যান্ড। সাগরিকায় দেখা মিলবে ফেনী থেকে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ক্রিকেটার শ্রাবণের।’ 

শহীদ শ্রাবণের বাবা নেসার ইটভাটায় শ্রমিকের কাজ করেন। একমাত্র সন্তানকে নিয়ে তাঁর স্বপ্ন ছিল, ছেলে একদিন জাতীয় দলের ক্রিকেটার হবে। দেশের ক্রিকেটে অবদান রাখবে।

ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, ‘তবে, শ্রাবণরা স্বপ্নের চাইতেও বড়। দেশের হয়ে বাইশ গজে লড়ার যে সিদ্ধান্ত শ্রাবণ নিয়েছিলেন, এমন লড়াকু দেশপ্রেমিককে আটকানো দায়। শ্রাবণ লড়লেন, বাইশ গজের জন্য নয়, পুরো মানচিত্রের জন্যই। আন্তর্জাতিক ক্রিকেটের জার্সি শ্রাবণ গায়ে জড়াতে না পারলেও, লাল-সবুজের পতাকা জড়ানো শ্রাবণ প্রমাণ করলেন, তার দেশপ্রেম আরো উর্ধ্বে। এমন শ্রাবণদের জন্যই দেশ এগিয়ে যায়, সব বাধা আর বিপত্তির বেড়াজাল ছিন্ন করে।’

শ্রাবণের এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে চট্টগ্রাম স্টেডিয়ামের একটি স্ট্যান্ড তাঁর নামে নামকরণের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এ সিদ্ধান্তটি শহীদ শ্রাবণের পরিবারের জন্য ঈদের উপহার হিসেবে তুলে ধরেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্টোবরে মূল্যস্ফীতি ৮.১৭ শতাংশে নেমেছে
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
১০