খুলনায় যথাযোগ্য মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৩:০৪
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ০৭ জুন, ২০২৫ (বাসস) : বৈরী আবহাওয়ার কারণে খুলনায় ঈদ-উল-আযহার প্রধান জামাত আজ সকাল সাড়ে সাতটায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পরে একই স্থানে পৃথক পৃথক সময়ে আরো দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।

প্রধান এ জামাতে মসজিদের ভেতরে ও বাইরে হাজারও মুসল্লি অংশ নেন।

এছাড়া সকাল ৭টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে সকাল ৭টায় ও সরকারি বিএল কলেজ মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ছয়টায় নিরালা তাবলীগ মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। নগরীর ইকবাল নগর জামে মসজিদে সকাল ৭টায় একটি জামাত অনুষ্ঠিত হয়। রূপসা স্ট্যান্ড রোডস্থ বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টায় এবং রূপসা ফেরিঘাট সংলগ্ন হজরত আবু বক্কর সিদ্দিকী (রা.) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি বড় খাল পাড়স্থ ৩১ নম্বর ওয়ার্ডের আল-আমিন জামে মসজিদে সকাল সাতটায়, ছোট খালপাড় এলাকার ২৮ নম্বর ওয়ার্ডের বাইতুশ শরফ জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় এবং সোনাডাঙ্গা হাফিজ নগর মসজিদে আমানাত-এ সকাল ৭টায় ঈদের  জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে, আহলে হাদিস সংগঠনের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহীদ হাদিস পার্কে সকাল ৭টায়। এছাড়া নগরীর দৌলতপুর থানাধীন পাবলা আহলে হাদিস জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, আড়ংঘাটা এলাকার আহলে হাদিস জামে মসজিদ ঈদগাহে  সকাল ৬টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। ‘বালা মুসিবত’ থেকে সুরক্ষা চাওয়া হয় আল্লাহর কাছে।

এছাড়া  ২৪ এর গণঅভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া, আহতদের আশু আরোগ্য কামনা, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের  আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনা করে  বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে  ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, বৈরী আবহাওয়া ও শুক্রবার মুষলধারে বৃষ্টিপাতের কারণে এবার খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি। পরিবেশ না থাকায় সার্কিট হাউজ মাঠে ঈদ জামাত সম্ভব নয় বলে জানিয়ে দেন বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক ফিরোজ সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্টোবরে মূল্যস্ফীতি ৮.১৭ শতাংশে নেমেছে
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
১০