সংবাদমাধ্যমে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:২৫
ছবি: বাসস

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘সংবাদমাধ্যমে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে তা পুরুষদের বাদ দিয়ে যেন নারীদের অগ্রাধিকার প্রদানের মাধ্যমে না হয়। যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে নারী পুরুষকে সমান সুযোগ দিলে প্রকৃত সমতা প্রতিষ্ঠা হবে।’

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের  চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানের মূল পর্বে সংবাদমাধ্যমে জেন্ডার-বিষয়ক অঙ্গীকার সনদ উপস্থাপন করা হয়। এতে প্যানেল আলোচক হিসেবে জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের সদস্য ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা ‘নাগরিক সমাজের দৃষ্টিতে বাংলাদেশের সংবাদমাধ্যমে জেন্ডার সমতা’ বিষয়ে আলোচনা করেন। 

এছাড়া, জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন ‘সাংবাদিকতায় জেন্ডারের গুরুত্ব এবং জেন্ডার চার্টারের সাথে এর সংযোগ’ বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন।

সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০