দেশ গঠনে আমরা আপস করবো না: নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৬:২৫ আপডেট: : ০৭ জুলাই ২০২৫, ১৭:০৩
জুলাই পদযাত্রার সপ্তম দিনে আজ সোমবার নাটোরে পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেন। ছবি: বাসস

নাটোর, ৭ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ হটিয়েছি। আমাদের এবারের যাত্রা দেশ গঠনের। দেশ গঠনে আমরা আপস করবো না।

এনসিপি গত ১ জুলাই থেকে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করছে।

পদযাত্রার সপ্তম দিনে আজ দলটির নেতাকর্মীরা নাটোরে এসে পৌঁছে। নাটোর শহরের স্টেশন বাজার থেকে শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় পথসভা করে দলটি৷ পথসভায় নাহিদ এসব কথা বলেন৷

নাহিদ বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না। দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে। যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন দেশ গড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। কিন্তু ৫ আগস্টের পর অনেকেই সেই আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে। ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা ফ্যাসিবাদ হটিয়েছি। সে ঐক্য দিয়ে আমরা দেশ গঠন করতে পারবো।

নাহিদ বলেন, নাটোরের কর্মসূচি শুরু করার আগে স্থানীয় নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। যারা বিগত সময়ে ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়েছিল তাদের এদেশে ঠাই হয় নাই। আপনারা ভুলে যাবেন না।

জুলাই ঘোষণাপত্র নিয়ে নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা কোন টালবাহানা মেনে  নেবো না। আমরা বলছি, দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বলছি, গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। গণঅভ্যুত্থানে যে সব ভাইয়েরা নেমে এসেছে, জীবন দিয়েছে তাদের স্বীকৃতি দিতে হবে। এর জন্য প্রয়োজন জুলাই ঘোষণাপত্র ও সনদপত্র।

৩ আগস্ট শহীদ মিনার থেকে ইশতেহার ঘোষণা দেয়ার কথা উল্লেখ করে নাহিদ বলেন, সেই ইশতেহারে আপনাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে৷ নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকবো। দেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর ১ অক্টোবর থেকে
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০