চট্টগ্রামে মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৭:১৮
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ৭ জুলাই ২০২৫ (বাসস): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত এপ্রিল মাসে শিশুসহ মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় পলাতক বাসচালককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার বাসচালক মো. সোহেল তালুকদার (২৭) ঢাকার দক্ষিণখানের ফরহাদাবাদ এলাকার বাসিন্দা।

আজ সোমবার র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দিবাগত রাতে ঢাকার মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

র‌্যাব জানায়, চলতি বছরের ১ এপ্রিল নিহত মো. রফিকুল ইসলাম আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীসহ মোট ১১ জনকে নিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে করে রওনা দেন। পরদিন সকাল ৭টা ২০ মিনিটের দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা রিলাক্স পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল, তার স্ত্রী, দুই শিশু সন্তান এবং আত্মীয়-স্বজনসহ ১০ মারা যান। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ সময় বাসটি ঘটনাস্থলে রেখে চালক সোহেল তালুকদার পালিয়ে যায়।

এ ঘটনায় গত ৩ এপ্রিল নিহত রফিকুলের শ্যালক মো. রবিউল হাসান সুজন বাদী হয়ে ওই বাসচালকের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
১০