ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৭:১৯

ময়মনসিংহ, ৭ জুলাই ২০২৫, (বাসস) : জেলার গফরগাঁওয়ে আজ ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজার এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হচ্ছে: টাঙ্গাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৫৫) এবং অপরজন অটোরিকশা চালক পাঁচবাগ দিঘীরপাড় গ্রামের আবু বকরের ছেলে ওয়াসিম (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন টাঙ্গাব বটতলা বাজার থেকে অটোরিকশায় করে পাঁচবাগের চৌকা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইকবাল হোসেন নিহত হন। দুর্ঘটনায় চালক ওয়াসিমসহ আরো কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক চালক সোহানকে আটক করা হয়েছে এবং ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতকে রুবিওর আহ্বান
কুড়িগ্রামে ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ভেনেজুয়েলার কাছে ৯ গেরিলা যোদ্ধা নিহত
কপ৩০ সম্মেলনে আবারো আদিবাসীদের বিক্ষোভ
বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি
নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে বলল চীন
১০