সিলেটে ওএমএস কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৭:২১ আপডেট: : ০৭ জুলাই ২০২৫, ১৭:৪০
সোমবার সিলেটে খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় জনসাধারণের মাঝে স্বল্পমূল্যে চাল, আটা বিক্রি শুরু হয়েছে। ছবি : বাসস

সিলেট, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : সিলেটে খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় জনসাধারণের মাঝে স্বল্পমূল্যে চাল, আটা বিক্রি শুরু হয়েছে। সোমবার এই কার্যক্রম উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

সিলেট খাদ্য বিভাগের আয়োজনে নগরের পুরান ব্রিজ সার্কিট হাউজের পাশে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

এসময় তিনি বলেন, জনসাধারণ বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার এ কল্যাণমূলক কার্যক্রম শুরু করেছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে এই সেবা গ্রহণ করতে পারে এবং এ কার্যক্রম যেন তাদের দৃষ্টিগোচর হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

খাদ্য বিভাগ জানায়, নতুন ডিলারদের মাধ্যমে এই ওএমএস কার্যক্রম শুরু করা হয়েছে। ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আরো ২৬ জন ডিলার নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং অতি দ্রুত তা সম্পন্ন করা হবে।

ওএমএস কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ডে দোকানে বা ট্রাকে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ২৪ টাকা মূল্যে জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি দেওয়া হচ্ছে। সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে প্রত্যেক ওয়ার্ডে নির্দিষ্ট ডিলারের মাধ্যমে নির্ধারিত মূল্যে এ বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনকালে সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, সিলেট সদরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন খাদিমনগর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
১০