চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় পিকআপ চালক ও মিরসরাইয়ে শিশু নিহত

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৭:৪০

চট্টগ্রাম, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় লরি চাপায় এক পিকআপ চালক ও এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে মিরসরাই পৌরসভা সদরের কলেজ রোডের মুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি চাপায় নিহত হয় পাঁচ বছরের শিশু আলিফা। সকাল সাড়ে ৯টার দিকে পৃথক লরি চাপায় মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিল গেট এলাকায় শুকলাল দাস (৪০) নামের এক পিকআপ চালক নিহত হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জলিল টেক্সটাইল গেইট এলাকার পাশে মা ফাতেমা ফিলিং স্টেশনের সামনে পিকআপ রেখে রাস্তার পাশে দাঁড়ালে হঠাৎ একটি বেপরোয়া গতিতে আসা লরি শুকলাল দাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লরি চালক মোহাম্মদ রিদোয়ানকে (২৫) আটক করা হয়েছে। সে বাঁশখালী উপজেলার জঙ্গল নাপোড়া এলাকার বাসিন্দা। লরিটি আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিন বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজিচালিত অটোরিকশা। এসময় সিএনজি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় ৫ বছর বয়সী শিশু আলিফা। 

প্রত্যক্ষদর্শী তাহমিদ খান জানান, বিকালে একটি সিএনজি কলেজ রোডের মাথায় আসলে হঠাৎ ব্রেক দেয়, পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সিএনজিকে। এসময় সিএনজিতে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে। এতেই মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায় শিশুটি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
১০