দিনাজপুরে ১৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৬

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:০৯

দিনাজপুর, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতদেরকে বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে জেলা ও উপজেলা  আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৩ জন নেতা-কর্মী রয়েছে। 

তাদের বিরুদ্ধে গত বছর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলা রয়েছে। ওই সব নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত অন্য ৩৩ জনের বিরুদ্ধে আদালত থেকে ১৭ জনের নামে গ্রেফতারি পরওয়ানা ইস্যু করা হয়েছে। অপর ১৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। 

দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ৪৬ জনকে আজ সোমবার বিকালে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংশ্লিষ্ট থানা থেকে সোপর্দ করা হয়। 

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন- জেলার বোচাগঞ্জ উপজেলা ছাতাইল ইউনিয়ন শাখা আওয়ামী লীগ সভাপতি মো. আফতাব উদ্দীন (৬২), সেতাবগঞ্জ পৌর শাখা আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল ইসলাম রেজা (৪৮), একই উপজেলার মুর্শিদহাট  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিটন পারভেজ (৪২), একই উপজেলার নাফানগর ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. তোজামুল হক (৪৫), নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী (৫২) ও রনগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফারুক হোসেন (৪৪), জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক মন্ডল (৫২), সহ-সভাপতি কামরুজ্জামান (৪৮) ও সহ-সম্পাদক  রুবেল হোসেন (৪৪)।

জেলার বিরল থানার পুলিশ অভিযানে বিরল উপজেলার বিজোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোবাহান আলী (৬০), বিরল পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা (৪০) ও আজিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাপেলুর রহমান পাভেল (২৮)সহ নিয়মিত মাদক মামলা ও ওয়ারেন্ট-ভুক্ত ১১ জন আসামীকে গ্রেফতার হয়।
জেলার কোতয়ালী থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা রনজিত সাহা (৪৭) ও বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরওয়ানা বলে আরো নয় জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরওয়ানা বলে ফুলবাড়ীতে দু'জন,  ঘোড়াঘাটে চার জন, নবাবগঞ্জে পাঁচ জন, চিরিরবন্দরে দুই জন ও বীরগঞ্জে  তিন জনকে গ্রেফতার করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক
ভারতের ৩টি রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ 
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করেছে উত্তর কোরিয়া
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত
সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই জমা দেবে ঐকমত্য কমিশন
কুমিল্লায় ১২ লাখ ৬৮ হাজার টিকা পাবে শিশু-কিশোররা
জামায়াতের আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটে পাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু গ্রেপ্তার
হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার 
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭
১০