চট্টগ্রামে আরও ২ জনের করোনা শনাক্ত

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:৩৮

চট্টগ্রাম, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮ জনে। 

আজ সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা  সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরের আটটি ল্যাবে গত ২৪ ঘণ্টায়  ১১২ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত দুজনই নগরের বাসিন্দা।

করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় মাস্ক পরিধান, বার বার হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

জানা গেছে, চট্টগ্রামে চলতি বছর প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১০ জুন। সেদিন নগর ও উপজেলা মিলে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর গত ১১ থেকে ১৪ জুন ১ জন করে আক্রান্ত হয় । তবে গত ১৫ জুন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায়  ৯ জন। গত ১৬ ও ১৭ জুন ১০ জন করে এবং গত ১৮, ১৯, ২০ ও ২১ জুন ৬ জন করে করোনায় আক্রান্ত হন। গত ২২ জুন ১২ জন, ২৩ জুন ৪ জন ও ২৪ জুন ১২ জনের করোনা শনাক্ত হয়। গত ২৫ জুন ৯ জন, ২৬ জুন ১৩ জন, ২৭ জুন ১২ জন ও ২৮ জুন ৬ জন, ২৯ জুন ৫ জন ও ৩০ জুন ১০ জন আক্রান্ত হন। 
১ জুলাই ১৫ জন, ২ জুলাই ৫ জন, ৩ জুলাই ৬ জন, ৪ জুলাই ৩ জন, ৫ জুলাই ১ জন ও ৬ জুলাই ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ ৭ জুলাই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ জন।

চলতি বছর এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৭ জন। তাদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০