চট্টগ্রামে আরও ২ জনের করোনা শনাক্ত

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:৩৮

চট্টগ্রাম, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮ জনে। 

আজ সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা  সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরের আটটি ল্যাবে গত ২৪ ঘণ্টায়  ১১২ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত দুজনই নগরের বাসিন্দা।

করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় মাস্ক পরিধান, বার বার হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

জানা গেছে, চট্টগ্রামে চলতি বছর প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১০ জুন। সেদিন নগর ও উপজেলা মিলে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর গত ১১ থেকে ১৪ জুন ১ জন করে আক্রান্ত হয় । তবে গত ১৫ জুন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায়  ৯ জন। গত ১৬ ও ১৭ জুন ১০ জন করে এবং গত ১৮, ১৯, ২০ ও ২১ জুন ৬ জন করে করোনায় আক্রান্ত হন। গত ২২ জুন ১২ জন, ২৩ জুন ৪ জন ও ২৪ জুন ১২ জনের করোনা শনাক্ত হয়। গত ২৫ জুন ৯ জন, ২৬ জুন ১৩ জন, ২৭ জুন ১২ জন ও ২৮ জুন ৬ জন, ২৯ জুন ৫ জন ও ৩০ জুন ১০ জন আক্রান্ত হন। 
১ জুলাই ১৫ জন, ২ জুলাই ৫ জন, ৩ জুলাই ৬ জন, ৪ জুলাই ৩ জন, ৫ জুলাই ১ জন ও ৬ জুলাই ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ ৭ জুলাই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ জন।

চলতি বছর এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৭ জন। তাদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
রাজধানীর শ্যামপুরে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেফতার
১০