চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২২ জন হাসপাতালে ভর্তি

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:৩৯

চট্টগ্রাম, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২ জন।  
 
সোমবার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘ডেঙ্গু আক্রান্ত ২২ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, বিআইটিআইডি হাসপাতালে একজন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দুইজন, বিভিন্ন উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ও বেসরকারি হাসপাতালগুলোতে আটজন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৫২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুইজন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ৮৩ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ২৩৪ জন নগরীর এবং ২৯৪ জন জেলার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ২৯৭ জন পুরুষ, ১৪৩ জন নারী এবং ৮৮ জন শিশু রয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
১০