সাতক্ষীরায় ৩৩ সাংবাদিকের জামিন

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৯:০৪ আপডেট: : ০৭ জুলাই ২০২৫, ২০:০৮

সাতক্ষীরা, ৭ জুলাই, ২০২৫ (বাসস): সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় সাংবাদিকদের বিরুদ্ধে করা দায়ের করা পাল্টা মামলায় উপস্থিত ৩৩ জনকে জামিন দিয়েছেন আদালত।

আজ বেলা সাড়ে ১১টায় ৩৭ জন সাংবাদিকের মধ্যে ৩৩ জন সাংবাদিক স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক রাফিয়া সুলতানা তাদের জামিন মঞ্জুর করেন।

সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা এই মিথ্যা মামলাটি দায়ের করেন আ.ন.ম আবু সাঈদ। মামলায় ৩৭ সাংবাদিকের নাম উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে দাঙ্গা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মতো ফৌজদারি ধারা প্রয়োগ করা হয়েছে।

আদালতে সাংবাদিকদের জামিনের পক্ষে শুনানি করেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম, সাবেক পিপি ও জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামানসহ প্রায় অর্ধশত আইনজীবী।

জামিন পাওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিকরা বলেন, আমরা ন্যায়বিচারের ওপর আস্থাশীল বলেই আইন মেনে আদালতে আত্মসমর্পণ করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে, তাতে আমাদের পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এদিকে সাংবাদিক নেতারা দাবি করেছেন, মূলত সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার ঘটনা আড়াল করতেই পাল্টা মামলা করেন আবু সাঈদ। যারা হামলার শিকার হয়েছেন, আজ তারাই আসামি। এটি ন্যায়বিচারের পরিপন্থী। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

উল্লেখ্য, গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাব এলাকায় দখলদার অবৈধ কমিটির আবু সাঈদ, আব্দুল বারী ও মনিরুল ইসলাম মিনির নির্দেশে সাংবাদিকদের ওপর হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। এতে সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, সদস্য আমিনুর রহমানসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন। 

এই ঘটনায় থানায় দু’টি পৃথক মামলা দায়ের হয়। একটি সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে এবং অপরটি হামলাকারীদের পক্ষে পাল্টা মামলা করেন আবু সাঈদ বাদী হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০