নেত্রকোনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭৪ কেজি পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৯:৫১ আপডেট: : ০৭ জুলাই ২০২৫, ১৯:৫৯

নেত্রকোনা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কেন্দুয়ায় আজ পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭৪ কেজি পলিথিন জব্দ ও নগদ অর্থ জরিমানা আদায় করেছে।

সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কেন্দুয়া উপজেলার মেছুয়া বাজারে কেশব স্টোর নামক দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী উক্ত দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৭৪ কেজি ৪০০ গ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।

এ সময় উপজেলা পুলিশ, ভূমি অফিস ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
১০