নেত্রকোনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭৪ কেজি পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৯:৫১ আপডেট: : ০৭ জুলাই ২০২৫, ১৯:৫৯

নেত্রকোনা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কেন্দুয়ায় আজ পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭৪ কেজি পলিথিন জব্দ ও নগদ অর্থ জরিমানা আদায় করেছে।

সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কেন্দুয়া উপজেলার মেছুয়া বাজারে কেশব স্টোর নামক দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী উক্ত দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৭৪ কেজি ৪০০ গ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।

এ সময় উপজেলা পুলিশ, ভূমি অফিস ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
রাজধানীর শ্যামপুরে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেফতার
‘র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনের সঠিকতা নিরূপণে কর্মশালা
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবীতে দলিল লেখকদের মানববন্ধন 
১০