নেত্রকোনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭৪ কেজি পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৯:৫১ আপডেট: : ০৭ জুলাই ২০২৫, ১৯:৫৯

নেত্রকোনা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কেন্দুয়ায় আজ পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭৪ কেজি পলিথিন জব্দ ও নগদ অর্থ জরিমানা আদায় করেছে।

সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কেন্দুয়া উপজেলার মেছুয়া বাজারে কেশব স্টোর নামক দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী উক্ত দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৭৪ কেজি ৪০০ গ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।

এ সময় উপজেলা পুলিশ, ভূমি অফিস ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০