রংপুরে এক নারীকে হত্যার ঘটনায় ৭ জনের নামে মামলা

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:০৯

রংপুর, ৭ জুলাই, ২০২৫ (বাসস): রংপুরের গঙ্গাচড়ায় তমা রানী (২৩) নামে এক নারীকে হত্যার ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বিকেলে গঙ্গাচড়া মডেল থানায় নিহতের বাবা দীজেন্দ্র চন্দ্র সরকার এই হত্যা মামলা দায়ের করেন। এতে তমা রানীর শ্বশুরবাড়ির সাত ব্যক্তিকে আসামি করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান মামলা নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, পুলিশ তমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, তমার পরিবারের সদস্যরা তমাকে হত্যায় বিষ প্রয়োগের অভিযোগ করেছে।

স্থানীয়রা জানান, গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের মনকষা গ্রামের বাসিন্দা রতনের সঙ্গে তমা রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তমা রানীর স্বামী রতনের সঙ্গে দেবর কমলের দ্বন্দ্ব দেখা দেয়। প্রায় তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় তমার স্বামী রতন মারা যায়। এরপর তমার সঙ্গে দেবর কমলের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। স্বামীর মৃত্যুর পর সোমবার তমার নামে ৩০ শতক জমি শ্বশুরবাড়ির পক্ষ থেকে লিখে দেওয়ার কথা ছিল। এর আগেই রোববার রাত ১১ টার দিকে তমার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
গাজা শহর দখলের পরিকল্পনা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদন 
তিন বছরের মধ্যে সর্বনিম্ন সুদহার নির্ধারণ করল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক
মাগুরায় ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
রাজশাহীতে অটো চাপায় এক নারীর মৃত্যু 
নেতানিয়াহুর তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া
নারীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০