রংপুরে এক নারীকে হত্যার ঘটনায় ৭ জনের নামে মামলা

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:০৯

রংপুর, ৭ জুলাই, ২০২৫ (বাসস): রংপুরের গঙ্গাচড়ায় তমা রানী (২৩) নামে এক নারীকে হত্যার ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বিকেলে গঙ্গাচড়া মডেল থানায় নিহতের বাবা দীজেন্দ্র চন্দ্র সরকার এই হত্যা মামলা দায়ের করেন। এতে তমা রানীর শ্বশুরবাড়ির সাত ব্যক্তিকে আসামি করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান মামলা নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, পুলিশ তমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, তমার পরিবারের সদস্যরা তমাকে হত্যায় বিষ প্রয়োগের অভিযোগ করেছে।

স্থানীয়রা জানান, গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের মনকষা গ্রামের বাসিন্দা রতনের সঙ্গে তমা রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তমা রানীর স্বামী রতনের সঙ্গে দেবর কমলের দ্বন্দ্ব দেখা দেয়। প্রায় তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় তমার স্বামী রতন মারা যায়। এরপর তমার সঙ্গে দেবর কমলের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। স্বামীর মৃত্যুর পর সোমবার তমার নামে ৩০ শতক জমি শ্বশুরবাড়ির পক্ষ থেকে লিখে দেওয়ার কথা ছিল। এর আগেই রোববার রাত ১১ টার দিকে তমার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪, আহত ২০
জয় ও ইয়াসিরের সেঞ্চুরিতে বড় সংগ্রহ চট্টগ্রামের
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন : এলডিসি উত্তরণে বিশেষ সহায়তায় আঙ্কটাডকে ম্যান্ডেট প্রদান
প্রশিক্ষণলব্ধ দক্ষতায় তৃণমূল নারীরা স্বাবলম্বী হতে পারেন : মমতাজ আহমেদ
ঝালকাঠিতে অবৈধভাবে মাটিকাটায় ইটভাটাকে জরিমানা
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
নেত্রকোণার পানিতে ডুবে শিশুর মৃত্যু
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নড়াইলে যুবদল নেতা রাশেদের লিফলেট বিতরণ
গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : ড. আসিফ নজরুল
বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা
১০