রংপুরে এক নারীকে হত্যার ঘটনায় ৭ জনের নামে মামলা

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:০৯

রংপুর, ৭ জুলাই, ২০২৫ (বাসস): রংপুরের গঙ্গাচড়ায় তমা রানী (২৩) নামে এক নারীকে হত্যার ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বিকেলে গঙ্গাচড়া মডেল থানায় নিহতের বাবা দীজেন্দ্র চন্দ্র সরকার এই হত্যা মামলা দায়ের করেন। এতে তমা রানীর শ্বশুরবাড়ির সাত ব্যক্তিকে আসামি করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান মামলা নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, পুলিশ তমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, তমার পরিবারের সদস্যরা তমাকে হত্যায় বিষ প্রয়োগের অভিযোগ করেছে।

স্থানীয়রা জানান, গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের মনকষা গ্রামের বাসিন্দা রতনের সঙ্গে তমা রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তমা রানীর স্বামী রতনের সঙ্গে দেবর কমলের দ্বন্দ্ব দেখা দেয়। প্রায় তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় তমার স্বামী রতন মারা যায়। এরপর তমার সঙ্গে দেবর কমলের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। স্বামীর মৃত্যুর পর সোমবার তমার নামে ৩০ শতক জমি শ্বশুরবাড়ির পক্ষ থেকে লিখে দেওয়ার কথা ছিল। এর আগেই রোববার রাত ১১ টার দিকে তমার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতকে রুবিওর আহ্বান
কুড়িগ্রামে ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ভেনেজুয়েলার কাছে ৯ গেরিলা যোদ্ধা নিহত
কপ৩০ সম্মেলনে আবারো আদিবাসীদের বিক্ষোভ
বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি
নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে বলল চীন
১০