কুমিল্লা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।
সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদরের চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিসহ ৪৫৫ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৯০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, আটককৃত চোরাচালানী পণ্যসমূহ নিয়মিত প্রক্রিয়ায় কাস্টমসে জমা দেওয়া হবে। আন্ত:সীমান্ত অপরাধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।