খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০০:৪৮

খুলনা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : খুলনায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন ও দেশ গড়তে জুলাই পদযাত্রার ‘প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি’র ৬টি সেল গঠন করা হয়েছে। এনসিপি খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।  

প্রোগ্রাম বাস্তবায়ন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এস এম আরিফুর রহমান মিঠু ও মোল্লা শওকত হোসেন বাবুল। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী।

প্রচার-প্রচারণা সেলের দায়িত্বে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী ও এম সাইফুল ইসলাম। লজিস্টিক সেলে আহম্মদ হামিম রাহাত, আর্থিক ম্যানেজমেন্ট সেলে এস এম আরিফুর রহমান মিঠু, নিরাপত্তার সেলে ফরিদ পাঠান, জহুরুল তানভীর ও শহিদুল ইসলাম বাবু, আপ্যায়ন সেলে সাজিদুল ইসলাম বাপ্পি এবং এ্যাকোমোডেশন সেলের দায়িত্বে রয়েছেন রাফসান রফিক ওশান।

উল্লেখ্য, আগামী ১১ ও ১২ জুলাই এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় কর্মসূচিতে অংশ নিতে খুলনায় আসবেন। দলীয় কর্মসূচি অনুযায়ী ১১ জুলাই রাত আটটায় নগরীর শিববাড়ি মোড়ে এবং ১২ জুলাই সকাল দশটায় খালিশপুর পিপলস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট : মার্কিন অর্থমন্ত্রী 
কালো টাকা সাদা করতে জালিয়াতি : এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুককের মামলা
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
১০