খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০০:৪৮

খুলনা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : খুলনায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন ও দেশ গড়তে জুলাই পদযাত্রার ‘প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি’র ৬টি সেল গঠন করা হয়েছে। এনসিপি খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।  

প্রোগ্রাম বাস্তবায়ন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এস এম আরিফুর রহমান মিঠু ও মোল্লা শওকত হোসেন বাবুল। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী।

প্রচার-প্রচারণা সেলের দায়িত্বে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী ও এম সাইফুল ইসলাম। লজিস্টিক সেলে আহম্মদ হামিম রাহাত, আর্থিক ম্যানেজমেন্ট সেলে এস এম আরিফুর রহমান মিঠু, নিরাপত্তার সেলে ফরিদ পাঠান, জহুরুল তানভীর ও শহিদুল ইসলাম বাবু, আপ্যায়ন সেলে সাজিদুল ইসলাম বাপ্পি এবং এ্যাকোমোডেশন সেলের দায়িত্বে রয়েছেন রাফসান রফিক ওশান।

উল্লেখ্য, আগামী ১১ ও ১২ জুলাই এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় কর্মসূচিতে অংশ নিতে খুলনায় আসবেন। দলীয় কর্মসূচি অনুযায়ী ১১ জুলাই রাত আটটায় নগরীর শিববাড়ি মোড়ে এবং ১২ জুলাই সকাল দশটায় খালিশপুর পিপলস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০