লক্ষ্মীপুরে মৌসুমের সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টি

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:২২

লক্ষ্মীপুর, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিস এ তথ্য জানিয়েছে।

অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, সক্রিয় মৌসুমী বায়ু ও পূর্ণিমার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই ধারা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এছাড়া গত দুইদিন ধরে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শহরের সমসেরাবাদ, জেবি রোড, কলেজ রোড, বাঞ্চানগর ও মজুপুর এলাকায় পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

পৌরবাসীরা অভিযোগ করেছেন, ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিস্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে দুর্ভোগ বাড়তে পারে। বন্যার আশঙ্কাও রয়েছে।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. জসিম উদ্দিন বলেছেন, ‘যেসব এলাকায় পানি জমেছে, সেখানে দ্রুত পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যৎতে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেজন্য ড্রেনেজ পরিস্কারসহ শহরের আশপাশে খাল খনন ও সংস্কারের মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানে কাজ করছে জেলা, উপজেলা প্রশাসন ও পৌরসভা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট : মার্কিন অর্থমন্ত্রী 
কালো টাকা সাদা করতে জালিয়াতি : এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুককের মামলা
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
১০