লক্ষ্মীপুরে মৌসুমের সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টি

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:২২

লক্ষ্মীপুর, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিস এ তথ্য জানিয়েছে।

অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, সক্রিয় মৌসুমী বায়ু ও পূর্ণিমার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই ধারা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এছাড়া গত দুইদিন ধরে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শহরের সমসেরাবাদ, জেবি রোড, কলেজ রোড, বাঞ্চানগর ও মজুপুর এলাকায় পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

পৌরবাসীরা অভিযোগ করেছেন, ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিস্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে দুর্ভোগ বাড়তে পারে। বন্যার আশঙ্কাও রয়েছে।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. জসিম উদ্দিন বলেছেন, ‘যেসব এলাকায় পানি জমেছে, সেখানে দ্রুত পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যৎতে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেজন্য ড্রেনেজ পরিস্কারসহ শহরের আশপাশে খাল খনন ও সংস্কারের মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানে কাজ করছে জেলা, উপজেলা প্রশাসন ও পৌরসভা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদক-এর সাবেক কমিশনারসহ ১২ জনের নামে ধানমন্ডির ফ্ল্যাট বাতিল
বিভিন্ন ক্যাটাগরিতে সেরা বিমান সংস্থা হিসেবে ৫ পুরস্কার পেল বিমান
আইজিপির সাথে নারী ভলিবল দলের সৌজন্য সাক্ষাত
লতিফ বাওয়ানী জুট মিলসের অধীনে ৩.৪৫ একর জমি বিক্রি করবে সরকার
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার ৪ জন রিমান্ডে
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা: ৪৭৮ জন আটক
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
সিরাজগঞ্জের চৌহালীর স্থল ইউনিয়নে ৭ কি.মি. জুড়ে যমুনার ভাঙ্গন
যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার
১০