তাহিরপুরে অবৈধভাবে মজুদ ৫,৪৯৩ ঘনফুট পাথর জব্দ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:৪৮ আপডেট: : ০৮ জুলাই ২০২৫, ১২:১৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ৫ হাজার ৪৯৩ ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। 

মঙ্গলবার সকালে স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন এবং অবৈধভাবে পাথর মজুদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযান চালায় মোবাইল কোর্ট।

অভিযানে জব্দ হওয়া ৫ হাজার ৪৯৩ ঘনফুট (ইউনিট: সিউবিক ফিট) পাথরের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ১২ হাজার ৩৫ টাকা। অভিযান চলাকালে কোনো মজুদকারীকে ঘটনাস্থলে পাওয়া না যায়নি। 

জব্দ করা পাথর আইনানুগ প্রক্রিয়ায় নিলামে তোলার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে। নিলাম কার্যক্রম সম্পন্ন করবে বাংলাদেশ মাইনিং ডেভেলপমেন্ট করপোরেশন (বিএমডিসি)।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে উত্তোলন ও মজুদ করা রাষ্ট্রীয় আইনের পরিপন্থী। সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই অভিযান অবৈধ মজুদকারীদের কঠোর বার্তা দেবে।

সরকার দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট : মার্কিন অর্থমন্ত্রী 
কালো টাকা সাদা করতে জালিয়াতি : এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুককের মামলা
 মাগুরায় রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব 
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৪
মাগুরায় ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জরিমানা
চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় অনিয়মের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত
বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সরকার সার ও ফসফরিক অ্যাসিড আমদানি করবে 
১০