তাহিরপুরে অবৈধভাবে মজুদ ৫,৪৯৩ ঘনফুট পাথর জব্দ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:৪৮ আপডেট: : ০৮ জুলাই ২০২৫, ১২:১৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ৫ হাজার ৪৯৩ ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। 

মঙ্গলবার সকালে স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন এবং অবৈধভাবে পাথর মজুদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযান চালায় মোবাইল কোর্ট।

অভিযানে জব্দ হওয়া ৫ হাজার ৪৯৩ ঘনফুট (ইউনিট: সিউবিক ফিট) পাথরের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ১২ হাজার ৩৫ টাকা। অভিযান চলাকালে কোনো মজুদকারীকে ঘটনাস্থলে পাওয়া না যায়নি। 

জব্দ করা পাথর আইনানুগ প্রক্রিয়ায় নিলামে তোলার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে। নিলাম কার্যক্রম সম্পন্ন করবে বাংলাদেশ মাইনিং ডেভেলপমেন্ট করপোরেশন (বিএমডিসি)।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে উত্তোলন ও মজুদ করা রাষ্ট্রীয় আইনের পরিপন্থী। সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই অভিযান অবৈধ মজুদকারীদের কঠোর বার্তা দেবে।

সরকার দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪, আহত ২০
জয় ও ইয়াসিরের সেঞ্চুরিতে বড় সংগ্রহ চট্টগ্রামের
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন : এলডিসি উত্তরণে বিশেষ সহায়তায় আঙ্কটাডকে ম্যান্ডেট প্রদান
প্রশিক্ষণলব্ধ দক্ষতায় তৃণমূল নারীরা স্বাবলম্বী হতে পারেন : মমতাজ আহমেদ
ঝালকাঠিতে অবৈধভাবে মাটিকাটায় ইটভাটাকে জরিমানা
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
নেত্রকোণার পানিতে ডুবে শিশুর মৃত্যু
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নড়াইলে যুবদল নেতা রাশেদের লিফলেট বিতরণ
গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : ড. আসিফ নজরুল
বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা
১০