তাহিরপুরে অবৈধভাবে মজুদ ৫,৪৯৩ ঘনফুট পাথর জব্দ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১১:৪৮ আপডেট: : ০৮ জুলাই ২০২৫, ১২:১৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ৫ হাজার ৪৯৩ ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। 

মঙ্গলবার সকালে স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন এবং অবৈধভাবে পাথর মজুদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযান চালায় মোবাইল কোর্ট।

অভিযানে জব্দ হওয়া ৫ হাজার ৪৯৩ ঘনফুট (ইউনিট: সিউবিক ফিট) পাথরের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ১২ হাজার ৩৫ টাকা। অভিযান চলাকালে কোনো মজুদকারীকে ঘটনাস্থলে পাওয়া না যায়নি। 

জব্দ করা পাথর আইনানুগ প্রক্রিয়ায় নিলামে তোলার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে। নিলাম কার্যক্রম সম্পন্ন করবে বাংলাদেশ মাইনিং ডেভেলপমেন্ট করপোরেশন (বিএমডিসি)।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে উত্তোলন ও মজুদ করা রাষ্ট্রীয় আইনের পরিপন্থী। সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই অভিযান অবৈধ মজুদকারীদের কঠোর বার্তা দেবে।

সরকার দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৪,৪৮৪ মামলায় আইনি সহায়তা
মুন্সীগঞ্জে ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে বিএনপির উপহার বিতরণ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ
টাঙ্গাইলে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
১০