লক্ষ্মীপুর জেলা যুবদলের ২ সদস্যের কমিটি ঘোষণা

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:৫৪
লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্যের নতুন কমিটি ঘোষণা। ফাইল ছবি

লক্ষ্মীপুর, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আবদুল আলীম হুমায়ুনকে সভাপতি এবং রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের ফেসবুক পেইজে সোমবার এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন দিয়েছেন। 

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আগামী এক মাসের মধ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় যুবদলের কাছে জমা দিতে নতুন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

নবগঠিত জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন আগে যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

সম্প্রতি পৌর বিএনপির সভাপতি প্রার্থী হতে গিয়ে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন পদত্যাগ করেন। এর কয়েকদিনের মধ্যেই দুই সদস্যের জেলা কমিটি অনুমোদন দেওয়া হল।

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু এবং যুগ্ম-আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান। 

এছাড়া জেলা বিএনপির নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ অন্যান্য নেতাকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে বিকেলে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও শোভাযাত্রার আয়োজনের কথা রয়েছে।

নবনির্বাচিত সভাপতি আবদুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন বলেন, আগামী এক মাসের মধ্যে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

তারা আরো জানান, ত্যাগী ও শেখ হাসিনার স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। অতীতের মতো আগামীতেও জেলা যুবদল সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৪,৪৮৪ মামলায় আইনি সহায়তা
মুন্সীগঞ্জে ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে বিএনপির উপহার বিতরণ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ
টাঙ্গাইলে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
১০