জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও দুর্যোগ প্রস্তুতি সচেতনতায় কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ভূমিকম্প ও দুর্যোগ প্রস্তুতি সচেতনতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিজ্ঞান ভবনে সেন্টার ফর ক্লাইমেট, সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্টের আয়োজনে এবং ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

সেন্টার ফর ক্লাইমেট সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্টের পরিচালক ড. মো. আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। 

উপাচার্য বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ, যেখানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা ও অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন মানবসৃষ্ট দুর্যোগও প্রায়শই দেখা যায়। দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা, পূর্বপ্রস্তুতি এবং জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলায় আমাদের কেবল প্রযুক্তিগত বা অবকাঠামোগত প্রস্তুতি নয় বরং সামাজিক ও মানবিক দৃষ্টিভঙ্গির বিকাশও জরুরি। এ ধরণের সচেতনতামূলক কর্মশালা তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব নিয়ন্ত্রণে থাকলেও মানবসৃষ্ট দুর্যোগগুলো অনেক সময় হঠাৎ করে ঘটে এবং তাৎক্ষণিকভাবে বড় ধরণের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সে কারণে আমাদের সর্বস্তরে দুর্যোগ ব্যবস্থাপনা চর্চা করতে হবে এবং সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে সবাইকে আরও মানবিক হয়ে উঠতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আল-আমীন হক এবং ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০