টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৫:৩১
টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাতির ঘটনার আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ছবি: বাসস

টাঙ্গাইল, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার ঘাটাইলে এক বসতবাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনার আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ রতি স্বর্ণ, ৩৪ ভরি রুপা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা  হলেন, মো. সোহাগ মন্ডল (৪১), মিন্টু (৩৮), মোশাররফ (৩৭), জসিম (৩৩), আমিনুল (৩৬), আনোয়ার (৩৮), ময়নাল (৩৫)।

আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৮ আগস্ট ভোরে উপজেলার চকপাকুটিয়া গ্রামে অমর বনিকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার গহনা ও মোবাইল ফোনসহ ৬ লাখ ৪১ হাজার ৮শ’ টাকার মালামাল লুট করে। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন বিষয়টি টের পেলে ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

এ ঘটনার পর জেলা ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তারা তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মন্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

পুলিশ সুপার  আরও জানান, গ্রেফতারকৃত মো. সোহাগ মন্ডল নিজেই জবানবন্দিতে দোষ স্বীকার করে। পুলিশ ও গুপ্তচর সূত্রে তথ্য সংগ্রহ করে মূল হোতা মিন্টুকে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করা হয়। মিন্টুর দেখানো স্থানে অন্যান্য আসামিদের গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় এবং লুটপাটকৃত স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
১০