চট্টগ্রামে পৃথক অভিযানে গণধর্ষণ মামলার ২ পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৬:১৯

চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ডে ও পতেঙ্গা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (২৭ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফ্র হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় নগরীর পতেঙ্গা ও সীতাকুন্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানার গণধর্ষন মামলার এজাহারনামীয় পলাতক আসামী সীতাকুন্ড থানার জেলেপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মাহবুব আলম (৪০) সীতাকুন্ড মডেল থানাধীন উত্তর বাইপাস এলাকায় অবস্থা করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে আনোয়ারা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার সন্দেহভাজন পলাতক আসামী অনোয়ারা থানার বোয়ালিয়া এলাকার নূর মোহাম্মদের ছেলে কাশেদকে (১৯) নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০