চট্টগ্রামে পৃথক অভিযানে গণধর্ষণ মামলার ২ পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৬:১৯

চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ডে ও পতেঙ্গা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (২৭ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফ্র হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় নগরীর পতেঙ্গা ও সীতাকুন্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানার গণধর্ষন মামলার এজাহারনামীয় পলাতক আসামী সীতাকুন্ড থানার জেলেপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মাহবুব আলম (৪০) সীতাকুন্ড মডেল থানাধীন উত্তর বাইপাস এলাকায় অবস্থা করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে আনোয়ারা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার সন্দেহভাজন পলাতক আসামী অনোয়ারা থানার বোয়ালিয়া এলাকার নূর মোহাম্মদের ছেলে কাশেদকে (১৯) নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
নগদকে বেসরকারিকরণ করবে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর
বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আহত ৮ পুলিশ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন স্থানে অভিযান
বালুখেকোদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ  উপদেষ্টা
স্পেনকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান নির্মাতা পেদ্রোর
বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে
নিহার রঞ্জন হাওলাদারের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
ডিবি প্রধান হলেন মো. শফিকুল ইসলাম
১০